প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির র‌্যালি

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির র‌্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। রাজধানীর নয়াপল্টনে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি শুরু করছে দলটি। র‌্যালিতে ব্যাপক লোক সমাগম হয়েছে। বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টার দিকে র‌্যালি শুরু হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশসহ রাজধানীতে বড় ধরনের শোডাউন করার প্রস্তুতি আগে থেকেই নিয়েছে বিএনপি। বিকাল ৩টায় র‌্যালি শুরু হওয়ার কথা থাকলেও দুপুর থেকেই নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে নয়াপল্টনে আসেন।

দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ট্রাকের উপর মঞ্চ বানানো হয়েছে। আনুষ্ঠিকভাবে র‌্যালি শুরু হওয়ার আগে নয়াপল্টনের ভিআইপি সড়ক ও বিজয়নগর মোড় থেকে পুরাতন পল্টন মোড় পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের দখলে চলে যায়। ফলে, এইসব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এতে আশপাশের সড়কেও যানজট সৃষ্টি হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টন, কাকরাইল ও মৎস্য ভবন এলাকায় যান চলাচল ব্যাহত হয়েছে। বিকেল সোয়া চারটা থেকে এক ঘণ্টা ধরে পল্টন মোড় পার হতে পারেনি এ যানজট ছড়িয়ে পড়ে মিরপুর, বিজয় সরণি, ধানমন্ডি, সায়েন্সল্যাব, শাহবাগ, শান্তিনগর, মহাখালী ও বাড্ডাসহ বিভিন্ন সড়কে। হঠাৎ করে সড়কে যানবাহনের স্বল্পতায় ভোগান্তিতে ফেলেছে এসব পথে চলাচলরত যাত্রীদের।

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে এসব চিত্র দেখা গেছে। মালঞ্চ পরিবহনের বাসটির (ঢাকা মেট্রো ব-১৫-৪০৬৪) চেকার ও বাস কন্ট্রাক্টর সাফ জানিয়ে দেন যতপথই যান না কেন সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা দিতে হবে। যাত্রীরা পুরো বাসে গাদাগাদি করে উঠতে বাধ্য হন এবং অতিরিক্ত ভাড়া দেন। তবে বিপাকে পড়েন নারী যাত্রীরা। ভিড়ের কারণে তাদের বাসে উঠার সুযোগও হয়নি। বাসে উঠতে না পেরে কর্মজীবী নারী সোনিয়া সুলতানা বলেন, মাসে বেতন পায় ২০ হাজার। এই বেতনে সারা মাস চলতে এমনিতেই সমস্যা।

এর বাইরে যদি পরিবহন না পেয়ে রিকশা অথবা রাইড শেয়ারিং উবারের বাড়তি খরচে জীবন চালানো আরও অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। এর আগে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে ছিল যানজট। রাজধানীর পুরান ঢাকা থেকে জাতীয় প্রেসক্লাব হয়ে বাংলামটরে যাওয়ার পথে সানমুন আহমেদ বলেন, মোটরসাইকেল চালিয়ে এ পথ টুকু আসতে অনেক সময় লেগেছে। এর কারণ পুরো রাস্তায় ছিল যানজট।

নয়াপল্টনে র‌্যালির নেতৃত্ব দিচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যান্যদের মধ্যে উপস্থিত আছেন বিএনপি স্থায়ী কমটির সদস্য মির্জা আব্বাস, গয়েস্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ। বিএনপির এই র‌্যালি ঘিরে যে কোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

সমাবেশস্থল ও আশেপাশের এলাকায় বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পোশাকধারী পুলিশ সদস্যদের পাশাপাশি বিপুল সংখ্যক সাদা পোশাকের পুলিশ দায়িত্ব পালন করছেন। সারাদেশে অনুষ্ঠিত হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি। র‌্যালিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনাও ঘটছে। আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যো ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে নারায়ণগঞ্জে যুবদলের এক কর্মী নিহত হয়েছে বলে জানা গেছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password