চলমান দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে

চলমান দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে

সরকারবিরোধী বৃহৎ আন্দোলন গড়ে তুলতে রাজনৈতিক দলগুলোর সাথে চলমান সংলাপের অংশ হিসেবে সাম্যবাদী দল ও বাংলাদেশ ডেমোক্রেটিক লীগের সাথে বৈঠক করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পৃথকভাবে এ দুই দলের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সাম্যবাদী দল ও বাংলাদেশ ডেমোক্রেটিক লীগ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ বিভিন্ন দাবি আদায়ে যুগপৎ আন্দোলনে নামার বিষয়ে একমত পোষণ করে। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও ২০ দলীয় জোট সমন্বয়ক নজরুল ইসলাম খান অংশ নেন।

অন্যদিকে বাংলাদেশের সাম্যবাদী দল সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ নুরুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন পলিট ব্যুরো সদস্য কমরেড মোহাম্মদ সুরাইফুল ইসলাম মাহফুজ, কমরেড সাইফ মাহমুদ জুয়েল, কমরেড মেহবুব মিয়া, সদস্য কমরেড আজাদ রহমান, কমরেড সামসুল হক ভুলু, কমরেড নুর উদ্দিন ঢালী ও কমরেড সুমন হাওলাদার।

বাংলাদেশ ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনির নেতৃত্বে বৈঠকে অংশ নেন যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আকবর হোসেন, ইয়াহিয়া মুন্না, মোহাম্মদ আল আমিন, ওমর ফারুক প্রমুখ। তিনি বলেন,'গণতন্ত্র পুনরুদ্ধার ও চলমান দুশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বেশ কিছু দিন ধরে আলোচনা চালিয়ে আসছি।

ইতিমধ্যে অনেক দলের সাথে আলোচনা শেষ হয়েছে। আশা করছি শিগগিরই এ আলোচনা শেষ হবে। বৈঠকে বেগম খালেদা জিয়ার মুক্তি, বিরোধী নেতাকর্মীদের মামলা প্রত্যাহার এবং সরকারের পদত্যাগের দাবিতে যুগপৎ আন্দোলনের বিষয়ে আমরা একমত হয়েছি' বলে জানান তিনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password