কাশিপুর কলেজ মোড়ের একটি ধানক্ষেতে মিলল সাড়ে ৩৭ কেজি গাঁজা

কাশিপুর কলেজ মোড়ের একটি ধানক্ষেতে মিলল সাড়ে ৩৭ কেজি গাঁজা

কুড়িগ্রামের ফুলবাড়ির সীমান্তবর্তী কাশিপুর কলেজ মোড়ের একটি ধানক্ষেত থেকে বিজিবি ৩৭ কেজি ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করেছে। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাশিপুর কলেজ মোড়ের একটি বাঁশঝাড়ে মাদক মজুদ থাকার সন্দেহে অভিযান চালানো হয়।উদ্ধারকৃত গাঁজার মূল্য ১ লাখ ৩১ হাজার ২৫০ টাকা হবে বলে জানিয়েছে বিজিবি।

লালমনিহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ কাশিপুর বিজিবি কোম্পানীর হাবিলদার খারেদ হোসেন জানান, বাঁশঝাড়ে মাদক না পেলেও বাঁশঝাড়ের কাছের একটি বোরো ধানক্ষেতে সংরক্ষিত ৩৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ধানক্ষেতে গাঁজাগুলো রেখে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে কাশিপুর বিজিবি কোম্পানী কমান্ডার ইকবার হোসেন সাংবাদিককে জানান, উদ্ধারকৃত ৩৭ কেজি ৫০০ গ্রাম গাঁজার মূল্য ১ লাখ ৩১ হাজার ২৫০ টাকা। গাঁজাগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে জমা করা হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password