নওগাঁর আত্রাই উপজেলায় নদীর পানিতে ডুবে রাহিমা (৩) নামে এক শিশু নিহতের খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) আনুমানিক সকাল সোয়া ১০ টার দিকে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের নন্দনালী গ্রামে দুর্ঘটনা ঘটে। নিহত রাহিমা ওই গ্রামের রফিকুল ইসলাম ও খুশি বেগমের মেয়ে। নিহতের পরিবার ও থানা জানায়, ২৭ জুলাই সকালের খাবার শেষে পার্শ্বে বাড়ীর অন্য বাচ্চার সাথে আত্রাই নদীর ধারে খেলতে যায় রাহিমা। অসাবধনতাবসত পা পিছলে নদীর পানিতে পড়ে হাবুডুবু খেতে থাকে। এসময় সাথে থাকা বাচ্চাটি বাড়িতে এসে খবর দিলে বাড়ির লোকজন সেখানে গিয়ে খোঁজাখুঁজি করতে থাকে। কিছুক্ষণ পর রাহিমার মরদেহ পানিতে ভেঁসে ওঠে।
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, খবর পেয়েছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন