নওগাঁয় একদিনে ১৭ জন ডেঙ্গু আক্রান্ত

নওগাঁয় একদিনে ১৭ জন ডেঙ্গু আক্রান্ত

নওগাঁয় একদিনে আরও ১৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। জুন থেকে এ পর্যন্ত জেলায় ১০১ জন ডেঙ্গু পজিটিভ হয়েছে।

গত এক সপ্তাহে জেলায় ৫৫ জন চিকিৎসা নিয়েছেন। এদিকে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় জেনারেল হাসপাতালের ৬ষ্ঠ-সপ্তম তলায় আলাদা দুটি ইউনিট খোলা হয়েছে। জেলার সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেনারেল হাসপাতালে সাতজন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী। ডেঙ্গু পজিটিভ সবাই ঢাকা ফেরত বলে জানা গেছে। আক্রান্তরা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সিভিল সার্জন ডা. আবুহেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার বলেন, সচিবালয় থেকে আমাদের কিছু দিক-নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী আমরা কার্যক্রম করছি। জ্বরের কোনো রোগী আসলে তাদের যেন অবশ্যই ডেঙ্গু পরীক্ষা করা হয়।

বাড়ির আশপাশে ঝোপঝাড় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ পরিত্যক্ত কোনো পাত্রে ও ফুলের টবে পানি জমে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password