মাস্ক না পরে জরিমানা গুণলেন ১৫ ব্যক্তি

মাস্ক না পরে জরিমানা গুণলেন ১৫ ব্যক্তি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মুখে মাস্ক ব্যবহার না করার দায়ে ১৫ জনকে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার  বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) একেএম লুৎফর রহমান এ জরিমানা করেন।

কিন্তু পাকুন্দিয়া উপজেলার সাধারণ লোকজন তা মানার ক্ষেত্রে উদাসীন। মাঠ পর্যায়ে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করছে স্থানীয় প্রশাসন। এরই ধারাবাহিকতায় ১ মে বিকালে পৌরসদর বাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমান।অভিযানকালে মুখে মাস্ক পরিধান না করায় পথচারী ও ব্যবসায়ীসহ ১৫ জনকে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়। এসময় থানা পুলিশ ও আনসার সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।ভ্রাম্যমাণ আদালতের বিচারক একেএম লুৎফর রহমান বলেন, করোনাভাইরাস মোকাবেলায় মুখে মাস্ক ব্যবহারের বিকল্প নেই। বারবার স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করা হচ্ছে।

কিন্তু কিছু লোক এখনও স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে উদাসীন। মাঠ পর্যায়ে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সাধারণ মানুষকে সচেতন করতে নিয়মিত অভিযান চলছে। যা অব্যাহত থাকবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password