চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত ১ আহত ২

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত ১ আহত ২
MostPlay

মঙ্গলবার (১২ জুলাই) সকাল ১১ টার দিকে ময়মনসিংহ মহানগরীর মিন্টু কলেজ রেলগেইট সংলগ্ন এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে দুই শিশুসহ তিনজন পড়ে গেছে। এ ঘটনায় শিশুদুটি প্রাণে বাঁচলেও রাশেদ মিয়া (৩৫) নামে এক যুবক মারা গেছেন। নিহত রাশেদ মিয়ার গ্রামের বাড়ি জামালপুর মেলান্দহ উপজেলায়।

তিনি ঢাকায় শ্রমিকের কাজ করতেন। ময়মনসিংহ রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) দীপক সাহা বলেন, ঢাকা থেকে জামালপুরগামী কমিউটার ট্রেনের ছাদে বসা ছিলেন রাশেদসহ অনেক যাত্রী। ট্রেনটি ময়মনসিংহ শহরের মিন্টু কলেজ রেলগেইট সংলগ্ন এলাকায় যেতেই ট্রেনের ছাঁদ থেকে রাশেদ মিয়াসহ ৮ থেকে ১০ বছর বয়সী দুই শিশু পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রাশেদ মিয়া মারা যান। তবে ট্রেন থেকে পড়ে যাওয়া শিশু দুটির কিছু হয়নি।

তিনি আরো জানান, নিহত রাশেদ মিয়ার সঙ্গে ওই শিশু দুটির কোনো সম্পর্ক আছে কিনা তা জানা যায়নি। উপ-পরিদর্শক দীপক আরো জানান, ধারণা করা হচ্ছে দুই শিশুকে বাঁচাতে গিয়ে তিনজনই ট্রেনের ছাদ থেকে পড়ে যান। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password