‘আরিফ তোমার জন্য আমার কলঙ্ক ' মরদেহের হাতে চিরকুটে লেখা

‘আরিফ তোমার জন্য আমার কলঙ্ক ' মরদেহের হাতে চিরকুটে লেখা

নোয়াখালীর সুবর্ণচরে চিরকুট হাতে নিয়ে নাহিদা আক্তার (১৭) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। এতে লিখা আছে, ‘আমার মৃত্যুর জন্য আমার মা-বাবা দায়ী নয়। আমার কবর যেন বাড়ির সামনে দেয়। আরিফ তোমার জন্য আমার কলঙ্ক মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৪ এপ্রিল) রাত ৯টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বসত ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই স্কুলছাত্রী। পরে মরদেহ উদ্ধারের সময় তার হাতে একটি চিরকুট পাওয়া যায়।চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘চিরকুটসহ মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর আসল কারণ জানা যাবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password