গোবিন্দগঞ্জে করোনায় লকডাউনের কারণে আখ বিক্রি করতে না পারায় আখ চাষীদের মহাসড়ক অবরোধ

গোবিন্দগঞ্জে করোনায় লকডাউনের কারণে আখ বিক্রি করতে না পারায় আখ চাষীদের মহাসড়ক অবরোধ

গোবিন্দগঞ্জে করোনায় লকডাউনের কারণে আখ বিক্রি করতে না পারায় আখ চাষীদের মহাসড়ক অবরোধ

গাইবান্ধার গোবিন্দগঞ্জের আখ চাষীরা আখ বিক্রি করতে না পারায় রংপুর -ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

আজ ৩০ এপ্রিল বৃহস্পতিবার উপজেলার কামারদহ ইউনিয়নের বকচর এলাকায় রংপুর-ঢাকা মহাসড়ক ঘন্টাব্যাপী অবরোধ করে রাখে অত্র এলাকার আখ চাষীরা।এসময় তারা আখ আটি বেঁধে সড়কে ফেলে সড়ক ব্লক করে রাখে।

 

অবরোধকালে আখ চাষীরা অভিযোগ করেন করোনায় লকডাউন থাকায় তারা তাদের উৎপাদিত আখ বিক্রি করতে পারছেন না। এতে সময়মত বিক্রি করতে না পারায় তাদের আখ ক্ষেতে নষ্ট হয়ে যাচ্ছে। তারা আখ বিক্রি করতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন।

 

এ সময় তারা সরকারি সহায়তায় আখ ক্রয় ও বিক্রির দাবী জানান। তারা বলেন ধার দেনা করে এ আখ তারা ফলিয়েছেন। লক ডাউনের কারণে সময়মত তারা বিক্রি করতে না পারলে তারা ঋণগ্রস্থ হয়ে পড়বেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password