পাকিস্তানের বিপক্ষে ধুকছে জিম্বাবুয়ে

পাকিস্তানের বিপক্ষে ধুকছে জিম্বাবুয়ে
MostPlay

প্রথম টেস্টের মতো হারারেতে দ্বিতীয় টেস্টেও পাকিস্তানের বিপক্ষে রিতীমতো ধুকছে স্বাগতিক জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে আবীদ আলীর অপরাজিত ডাবল সেঞ্চুরী (২১৫) এবং আজহার আলীর সেঞ্চুরিতে (১২৬) পাকিস্তানের করা ৫১০ রানের জবাব দিতে নেমে মাত্র ১৩২ রানে গুটিয়ে গেছে জিম্বাবুয়ে। ৩৭৮ রানে পিছিয়ে নিজেদের প্রথম ইনিংস শেষ করেছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে বিশাল লিড পেয়ে স্বাভাবিকভাবেই তাদের ফলো-অন করিয়েছে পাকিস্তান। এখন দ্বিতীয় ইনিংসে অন্তত ৩৭৮ রান করতে না পারলে আরও একটি ইনিংস পরাজয়ের তিক্ত পেতে হবে স্বাগতিকদের।

৪ উইকেটে ৫২ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা জিম্বাবুয়ে দিনের চতুর্থ বলেই উইকেট হারায়। জিম্বাবুয়ের মিডল অর্ডার ব্যাটসম্যানরা হাসান আলীকে সামলাতেই পারছিলো না। একের পর এক উইকেট তুলে নিচ্ছিল পাকিস্তানি এই পেসার। হাসান আলীর তোপেই মাত্র ৭৭ রানে ৭ উইকেট হারিয়ে ফেলেছিল জিম্বাবুয়ে। এক পর্যায়ে মনে হচ্ছিল একশ রানের আগেই গুটিয়ে যাবে জিম্বাবুয়ে। কিন্তু অষ্টম উইকেটে ৩১ ও দশম উইকেটে ২২ রানের জুটিতে দলীয় সংগ্রহ পৌঁছায় ১৩২ রানে। জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান রেগিস চাকাভা। এছাড়া ডোনাল্ড তিরিপানো ২৩ ও লুক জঙ্গিই করেছেন ১৯ রান। সদ্য বাবা হওয়া পাকিস্তানি পেসার হাসান আলী  ২৭ রান খরচায় নেন ৫ উইকেট। এটিই হাসান আলির টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিংয়ের রেকর্ড।

ফলোঅন করতে নেমে দ্বিতীয় ইনিংসের শুরুটাও ভাল করতে পারেনি জিম্বাবুয়ে। ১৩ রানের মাথায় প্রথম উইকেট হারিয়ে বসে তারা। এই রিপোর্ট লিখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের সংগ্রহ ২২ রানে ১ উইকেট।

মন্তব্যসমূহ (০)


Lost Password