পুরুষ সেজে চুরি করে যুবতি

পুরুষ সেজে চুরি করে যুবতি
MostPlay

দিল বোলে হাড়িপ্পা' সিনেমাটার কথা মনে আছে? ছেলেদের ক্রিকেট দলে ঢোকার জন্য রানি মুখোপাধ্যায় অভিনীত চরিত্র ভিরা পুরুষ সেজে হাজির হয় এবং তারপর আশ্চর্য কৌশল দেখিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয়। জয়নগরের ঘটনাটাও তেমনই। পুরুষ সেজে এক তরুণীর আশ্চর্য কৌশলে সবার তাক লেগেছে। কিন্তু ভিরাকে যেমন সবাই কাঁধে তুলে নেচেছিল, এ ক্ষেত্রে তেমন হচ্ছে না। বরং এই জয়নগরের এই তরুণীকে তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে।

জয়নগর-মজিলপুর পুরসভার দুর্গাপুর পেট্রল পাম্প সংলগ্ন যোগীন্দ্রনাথ মিত্র মহাশ্মশানে রবিবার রাতে হাজির হয় ওই তরুণী। পরনে লুঙ্গি আর টি-শার্ট। গলায় গামছা। সাইকেলে করে এলাকায় আসে এবং স্থানীয়দের সঙ্গে টুকটাক ভাবও জমায়। দেখে বোঝার উপায় ছিল না, সে পুরুষ নয়, নারী। কিন্তু এ সবের উদ্দেশ্য? শ্মশানের শিবমন্দিরে চুরি। ক্রমে রাত বাড়তে থাকে। লোকজন কমে আসে মন্দির সংলগ্ন এলাকায়। নৈশপ্রহরীরা একবার পাকও দিয়ে যান এলাকায়। তাঁরা চলে যেতেই সুযোগ বুঝে মন্দিরে ঢুকে পড়ে তরুণী। কায়দা করে মন্দিরের একাংশ ভেঙেও ফেলে। কিন্তু চুরি করার ঠিক আগেই দ্বিতীয় পাক দিতে সেখানে হাজির হন নৈশপ্রহরীরা। তাঁদের আসার আওয়াজ পেয়েই সোজা মন্দিরের ছাদে চম্পট দেয় ছদ্মবেশী চোর।

এ দিকে মন্দিরের কাছে এসে পড়ে থাকা সাইকেল দেখতে পেয়ে নৈশপ্রহরীদের সন্দেহ হয়, নির্ঘাৎ কেউ রয়েছে ওখানে। মন্দিরের কাছে এসে ভাঙা জায়গাটাও খুঁজে পান তাঁরা। কিন্তু চোরের দেখা মেলেনি। ও দিকে ছদ্মবেশী নারী তখন মন্দিরের ছাদে। সারা দিন তাতাপোড়া গরমের পরে রাতে ফুরফুরে ঠান্ডা বাতাসে ঘুম এসে যায় তার। আর একঘুমেই রাত কাবার। পরদিন সকালে চোরের চটি জোড়া দেখতে পেয়ে নৈশপ্রহরীদের আবার সন্দেহ হয়, নির্ঘাৎ মন্দিরের ছাদে কেউ আছে। আর সেখানে উঠে এই ছদ্মবেশী চোরকে খুঁজে পান তাঁরা। ধরা পড়ে নিজের অপরাধ কথা স্বীকার করে তরুণী। এর পর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই প্রথম বার নয়. এর আগেও এ ধরনের অপরাধ করেছে সে। পুরুষ সেজে চুরি করার রেকর্ড আছে তার নামে। জয়নগর-মজিলপুর পুরসভার প্রশাসক সুজিত সরখেলও এ বিষয়ে নিজের বিস্ময় চেপে রাখতে পারেননি। তিনি বলেন, 'প্রথমে বিশ্বাসই করতে পারিনি, পরে নৈশপ্রহরীদের থেকে জানতে পারি, ওই তরুণী পুরুষ সেজে চুরি করতে এসে ঘুমিয়ে পড়েছিল মন্দিরের ছাদে।'

মন্তব্যসমূহ (০)


Lost Password