স্বামীর দলের হারের পর কী এমন ট্যুইট করলেন সাক্ষী

স্বামীর দলের হারের পর কী এমন ট্যুইট করলেন সাক্ষী
MostPlay

স্ত্রীকে স্বামীর অর্ধাঙ্গিনী বলা হয়৷ তবে অনুষ্কা যতটা প্রকট ভাবে বিরাটের হয়ে কথা বলেন বা ক্রিকেটীয় বিষয়ে মন্তব্য করেন এতদিন সাক্ষীকে সেই অবতারে খুব একটা দেখতে পাওয়া যেত না৷ তবে এখন দিন বদলেছে, সাক্ষীও সোশ্যাল মিডিয়ায় নিজের মত প্রকাশ করেন৷ ব্যক্তিগত মুহূর্ত থেকে আরও অনেক কিছু৷ কিন্তু এবার তিনি কী করলেন৷, যাতে তাঁর অফিসিয়াল হ্যান্ডেল থেকে করা ট্যুইট তাঁকে ডিলিট করে দিতে হল৷

এম এস ধোনি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলার সময় মেজাজ হারিয়েছিলেন, যা নিয়ে কম কথা হয়নি৷ রাজস্থানের ইনিংসে টম কুরানের আউট নিয়ে কার্যত একটা কীর্তি হয়েছিল৷ ধোনি একেবারে সোজাসুজি আম্পায়রের ওপর চড়াও হয়ে প্রশ্ন তুলেছিলেন আউটটা কী করে এভাবে দেওয়া যায়৷

শারজা ক্রিকেট স্টেডয়ামে রাজস্থান রয়্যালসের (RR)  সঙ্গে দ্বিতীয় ম্যাচ ছিল চেন্নাই সুপার কিংস (CSK) মুখোমুখি হয়েছিল৷ সেই ম্যাচে ২১৬ রান করেছিল ৷ মঙ্গলবারের সেই ম্যাচে টম কুরান আট নম্বরে ব্যাট করতে নেমেছিলেন৷ দীপক চাহারের একটি হস ১৮ তম ওভারে ধোনির হাতে যায়৷ ক্যাচের আবেদন করে সিএসকে৷ প্রথমে ফিল্ড আম্পায়র আউট দিয়ে দেন কুরানকে৷ কিন্তু পরে লেগ আম্পায়রের সঙ্গে কথা বলে থার্ড আম্পায়রের কাছে সিদ্ধান্তের জন্য যায়৷ সেখানে দেখা যায় বল ধোনির হাতে আসার আগে মাটিতে বল পড়ে গিয়েছিল৷ তৃতীয় আম্পায়রের সিদ্ধান্তে আউট থেকে নট আউট হয়ে যান কুরান৷ এই অবস্থায় ধোনি সরাসরি ফিল্ড আম্পায়রকে প্রশ্ন করেন কোন ভিত্তিতে থার্ড আম্পায়রের কাছে বিবেচনার জন্য বলটিকে রেফার করা হল৷ কারণ রাজস্থান রয়্যালসের ডিআরএসের লাইফ লাইন শেষ হয়ে গিয়েছিল৷

এদিকে ক্যাচ আউট না হলেও ওই বলেই কুরান এল বি ডাব্লু ছিলেন কারণ রিপ্লে-তে দেখা যাচ্ছিল প্যাডে লাগা বল উইকেটে হিট করছিল৷ সব মিলিয়ে এই নিয়ে বেশ একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল৷ এদিকে এই পরিস্থিতিতে ধোনির স্ত্রীও নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেননি৷ তিনি আম্পায়রের এই রকম কার্যকলাপ নিয়ে ট্যুইট করেন৷

সাক্ষী নিজের ট্যুইটে লেছেন, ‘‘If u r using the technology, then use it the right way... out is out whether its catch out or lbw...’’অর্থাৎ যদি আপনি প্রযুক্তি ব্যবহার করছেন তাহলে প্রথমেই তা করুন, ক্যাচ হোক বা এল বি ডাব্লু -আউট আউটই...

ইংল্যান্ড অলরাউন্ডার অবশ্য খুব বড় কিছু করতে পারেননি , ১০ রান করে অপরাজিত থাকেন৷ তবে সাক্ষী নিজের ট্যুইটটি পরে ডিলিট করে দেন, বিতর্ক এড়াতে কারণ মাঠে ম্যাচ চলাকালীন আম্পায়রই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ৷

মন্তব্যসমূহ (০)


Lost Password