বাবাকে দ্রুত বাড়ি ফেরার আকুতি ওয়ার্নারের মেয়ের

বাবাকে দ্রুত বাড়ি ফেরার আকুতি ওয়ার্নারের মেয়ের
MostPlay

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে অনেক চেষ্টা করেও আইপিএল শেষ করা সম্ভব হয়নি। মাঝপথেই স্থগিত করে দেয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজি টুর্ণামেন্টটি। আইপিএল বন্ধ হয়ে যাওয়ার ফলে বিপাকে পরে গেছে বিদেশি খেলোয়াড়রা। করোনায় লন্ড ভন্ড ভারত ছাড়তে খেলোয়াড়রা মরিয়া হয়ে উঠলেও নিজ দেশে যেতে সমস্যায় পরে গেছেন। সবচেয়ে বেশি সমস্যায় পরেছেন অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা। কারণ ভারত থেকে আপাতত অস্ট্রেলিয়ায় প্রবেশ নিষিদ্ধ। অস্ট্রেলিয়া সরকার শুধু নিষেধাজ্ঞা জারি করেই ক্ষান্ত হয়নি; কঠোর শাস্তিও ঘোষণা করেছে। ১৪ দিন পার হওয়ার আগে অস্ট্রেলিয়ায় ফেরার চেষ্টা করলে তাদের সর্বোচ্চ শাস্তি ৫ বছরের জেল কিংবা ৬৬ হাজার অস্ট্রেলিয়ান ডলার জরিমানা। এমনকী উভয় শাস্তিই হতে পারে।

আইপিএল খেলতে এসে যখন অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা ভারতে আটকে গেছেন ঠিক তখন স্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তার কন্যা। বাবাকে দ্রুত বাড়ি ফেরার আকুতি জানিয়েছে ওয়ার্নার কন্যা আইভি। বাবার স্নেহ মমতা পেতে আকুল সে। শুধু আইভি নয় তার আরও দুই বোন বাবার সঙ্গ চায়। ওয়ার্নারের মেয়ে একটি ছবি একেছে আইভি। ছবিতে দেখা যাচ্ছে ওয়ার্নার এবং তার স্ত্রীর পাশাপাশি তিন সন্তানের চিত্র অঙ্কন করা হয়েছে। ওই ছবির নিচে ওয়ার্নারের বড় মেয়ে আইভি লিখেছেন, ‘বাবা, তাড়াতাড়ি বাড়িতে চলে এসো। আমরা তোমাকে মিস করছি। আমরা তোমাকে খুব ভালবাসি।'

ছবিটি ওয়ার্নার নিজেই তার ইনস্টাগ্রামে পোষ্ট করেছেন। ওয়ার্নারের পোস্ট করা ছবি দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলেই আবেগতাড়িত। তবে বসে নেই অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। দেশে ফেরার জন্য তারা ভিন্ন উপায় বের করার চেষ্টা করছেন। আইপিএলে খেলা অস্ট্রেলিয়ার ক্রিকেটার ও কোচদের মালদ্বীপ হয়ে অস্ট্রেলিয়া প্রবেশ করার পরিকল্পনা করছেন। তাদের সহায়তা করার আশ্বাস দিয়েছেন বিসিসিআই।

মন্তব্যসমূহ (০)


Lost Password