৩টি রকেট হামলা বাগদাদ বিমানবন্দরের কাছে

৩টি রকেট হামলা বাগদাদ বিমানবন্দরের কাছে
MostPlay

ইরাকের বাগদাদ বিমানবন্দরের কাছে বৃহস্পতিবার (২২ এপ্রিল) গভীর রাতে কমপক্ষে তিনটি রকেট হামলার ঘটনা ঘটেছে। দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, মোট আটটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এর মধ্যে তিনটি বিমানবন্দর ভবনের কাছে পড়ে। হামলায় হতাহতের ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে বিস্তারিত বলা হয়নি। রকেটগুলো ইরাকি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ছোড়া হয়। একটি আঘাত হানে কেন্দ্রীয় কারাগারের কাছে, দ্বিতীয়টি অভিজাত কাউন্টার টেররিজম সার্ভিস একাডেমির কাছে এবং তৃতীয়টি র‌্যাপিড রেসপন্স রেজিমেন্টের সদর দফতরের কাছে।

হামলার দায় স্বীকার করেনি কেউ। মার্কিন কর্মকর্তারা এর আগে ইরান সমর্থিত মিলিশিয়া গ্রুপকে দোষ দিয়েছেন।
 এটি ধারাবাহিক রকেট হামলার সর্বশেষ ঘটনা, যা সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরাকে আমেরিকান স্থাপনাগুলোকে প্রাথমিকভাবে লক্ষ্যবস্তু করেছে। এর আগে গত রোববার (১৮ এপ্রিল) বাগদাদের ঠিক উত্তরে ইরাকি বিমানঘাঁটিতে একাধিক রকেট হামলায় দু’জন ইরাকি নিরাপত্তা কর্মী আহত হন।

মন্তব্যসমূহ (০)


Lost Password