ট্রাম্প আসায় ৩০০ বছর পর গোসল করলো তাজমহল

ট্রাম্প আসায় ৩০০ বছর পর গোসল করলো তাজমহল
MostPlay

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দিনের সফরে গতকাল সোমবার সফরে ভারতে এসে পৌঁছেন। ট্রাম্পকে আহমেদাবাদের বিমানবন্দরে বিপুল সংবর্ধনা দেওয়া হয়। তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিকে ভারত সফলে এসে তাজমহল ভ্রমন করবেন ট্রাম্প দম্পত্তি।তাই ট্রাম্পের ভারত আগমন উপলক্ষে তাজমহলকে ‘গোসল’ করানো হয়েছে। যদিও ৩০০ বছরের ঐতিহাসিক এ স্থাপত্যটিকে কখনো সম্পূর্ণ ধোয়া হয়নি।

 

জানা গেছে, এর আগেও পাঁচবার ধোয়া হয় তাজমহলকে। তবে ভেতরের সমাধিতে কোনো কিছু করা হয়নি। ট্রাম্প সফরকে কেন্দ্র করে পুরো তাজমহল মুড়ে ফেলা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে। বিমানবন্দর থেকে তাজমহল যাওয়ার প্রতিটি দেয়াল সাজিয়ে তোলা হয়েছে নানা রঙের কারুকার্যে। যমুনা নদীর দুর্গন্ধ যাতে ট্রাম্পের নাক পর্যন্ত না পৌঁছায় সেজন্য ৫০০ কিউসেক স্বচ্ছ পানি ঢেলে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করা হয়।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি খবরে প্রকাশ করে, সোমবার ভারত সফরে এসে আহমেদাবাদ হয়ে তাজমহলে আসেন ট্রাম্প দম্পতি। সূর্যাস্তের সোনালি আলোয় ধবধবে সাদা তাজমহল দেখে খুব উপভোগ করেছেন ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প। তাঁদের দু’ডনকে হাতে হাত ধরে তাজমহলের সামনে ঘুরে বেড়াতে দেখা যায়।

মন্তব্যসমূহ (০)


Lost Password