প্রবাসীদের দারুণ সুখবর দিল কাতার সরকার

প্রবাসীদের দারুণ সুখবর দিল কাতার সরকার
MostPlay

অভিবাসী শ্রমিক তথা প্রবাসীদের ন্যূনতম মজুরির নতুন আইন আজ শনিবার (২০ মার্চ) কার্যকর করেছে কাতার। গোটা মধ্যপ্রাচ্যে তারাই বৈষম্যহীন এই আইন কার্যকরকারী প্রথম দেশ। আন্তর্জাতিক মহলে এমন উদ্যোগ প্রশংসিত হয়েছে।

এর ফলে কাতারে কাজ করা প্রবাসী শ্রমিকরা মাসিক সর্বনিম্ন মজুরি পাবেন এক হাজার কাতারি রিয়াল। এ ছাড়া খাবার বাবদ কমপক্ষে ৩৩০ ও আবাসনে ৫০০ রিয়াল পাবেন। দেশটির সরকারি যোগাযোগ কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের ৫ হাজারেরও বেশি প্রতিষ্ঠান নতুন আইন অনুযায়ী বেতনকাঠামো হালনাগাদ করেছে।

কাতারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা। দেশটিতে কর্মরত ৪ লাখ অভিবাসী শ্রমিক এবং বেসরকারি খাতের ২০ শতাংশ কর্মজীবী এতে উপকৃত হবেন বলে জানায় সংস্থাটি।

আলজাজিরা জানায়, সাম্প্রতিক বছরগুলোতে প্রশাসনিক, শ্রম ও সামাজিক ক্ষেত্রে ব্যাপক সংস্কার এনেছে কাতার সরকার। এর অংশ হিসেবে শ্রম আইন বাস্তবায়ন করা হয়েছে। এর আগে গত বছর ‘নিয়োগকর্তা বদলে অনুমতি’র আইনটি বাতিল করা হয়।

গণমাধ্যমের তথ্য অনুযায়ী, কাতারের মোট জনসংখ্যা ২৭ লাখের মতো। এর মধ্যে দেশটির নাগরিক রয়েছেন মাত্র ৩ লাখ, বাকিরা অন্যান্য দেশের নাগরিক।

মন্তব্যসমূহ (০)


Lost Password