সংক্রামণ ঠেকাতে ফের লকডাউনের অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী

সংক্রামণ ঠেকাতে ফের লকডাউনের অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী
MostPlay

বিশেষজ্ঞরা মনে করছে ঈদ যাত্রায় মানুষের গাঁদাগাদি করে বাড়ি যাওয়ায় করোনাভাইরাসের সংক্রামণ বেড়ে যেতে পারে। তাই সংক্রামণ ঠেকাতে সরকার ফের লকডাউনের অনুমতি দিয়েছে। 

জানা গেছে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতেই ফের ১৭-২৩ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৫ মে) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চত করেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী চলমান বিধিনিষেধ শেষে আগামী ১৭-২৩ মে নতুন করে অনুমোদন দিয়েছেন। রোববার এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। এতে আরও এক সপ্তাহ বিধিনিষেধ চলমান থাকবে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আরও বলেন, ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে এবং চলমান লকডাউনে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় ফের লকডাউন বাড়ানো হয়েছে। এছাড়া ঈদের পর ২২ থেকে ৩০ মে পর্যন্ত সংক্রমণ বাড়তে পারে বলে আমাদের ধারণা। সেজন্য আগেভাগেই লকডাউনের মেয়াদ বাড়ানো হলো।

ঈদের ছুটি শেষে রোববার (১৬ মে) প্রথম কর্ম দিবস, সেই কর্মদিবসে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন হবে। তবে সেখানে আগের বিধিনিষেধ রাখা হবে বলে জানান ফরহাদ হোসেন।

তাছাড়া মাস্ক পরিধানে মানুষকে সচেতন করতে এবং অবমাননাকারীদের বিচারের দায়িত্ত্ব দিয়েছেন  পুলিশকে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আরও বলেন, ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে এবং চলমান লকডাউনে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় ফের লকডাউন বাড়ানো হয়েছে। এছাড়া ঈদের পর ২২ থেকে ৩০ মে পর্যন্ত সংক্রমণ বাড়তে পারে বলে আমাদের ধারণা। সেজন্য আগেভাগেই লকডাউনের মেয়াদ বাড়ানো হলো।

ঈদের ছুটি শেষে রোববার (১৬ মে) প্রথম কর্ম দিবস, সেই কর্মদিবসে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন হবে। তবে সেখানে আগের বিধিনিষেধ রাখা হবে বলে জানান ফরহাদ হোসেন।

তাছাড়া মাস্ক পরিধানে মানুষকে সচেতন করতে বিচারের দায়িত্ত্ব দিয়েছেন  পুলিশকে।

মন্তব্যসমূহ (০)


Lost Password