বঙ্গোপসাগরে লঘুচাপ থেকে ঘূর্ণিঝড়ের সম্ভাব্য বিপদ কেটে গেছে

বঙ্গোপসাগরে লঘুচাপ থেকে ঘূর্ণিঝড়ের সম্ভাব্য বিপদ কেটে গেছে
MostPlay

বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া সম্ভাব্য বিপদ কেটে গেছে। তাই দেশের সব সমুদ্রবন্দরকে বিপদ সংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অধিদফতর। এর আগে অক্টোবর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছিল, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

আবহাওয়া অফিস বলেছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ মঙ্গলবার সকাল ৯টা নাগাদ ভারতের উত্তর অন্ধ্র উপকূল অতিক্রম করেছে। এটি আরও পশ্চিম বা উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হতে পারে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার সকল নৌকা ও ট্রলারকে আগামীকাল বুধবার সকাল পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতেও বলেছে আবহাওয়া অফিস। সৃষ্ট নিম্নচাপটি গতকাল সোমবার সকাল ৬টায় মংলা সমুদ্রবন্দর থেকে ৯৪১ কিলোমিটার ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৯৫১ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করে। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় পায়রা থেকে ১১১ কিলোমিটার ও মংলা থেকে ৮৬ কিলোমিটার দক্ষিণপশ্চিমে সরে গেছে নিম্নচাপটি।

মন্তব্যসমূহ (০)


Lost Password