সাকিবকে নিয়ে চিন্তা কমলো বিসিবির

সাকিবকে নিয়ে চিন্তা কমলো বিসিবির
MostPlay

করোনাভাইরাসের কারণে মাঝপথেই স্থগিত হয়ে গেছে আইপিএল। যার ফলে দেশে ফিরে এসেছেন দেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। দেশে ফিরেই কোয়ারেন্টাইনে চলে গেছেন দুজন। সামনেই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ তাই ভালভাবে দেশে ফিরে আসলেও এই দুজনকে বেশ চিন্তার মধ্যেই আছে বিসিবি। বিশেষ করে দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে। কেননা তার কলকাতা নাইট রাইর্ডাসের সতীর্থরা একের পর এক করোনায় আক্রান্ত হচ্ছেন। সর্বশেষ এই তালিকায় নাম লিখিয়েছেন প্রাসিদ কৃষ্ণা। গতকালই প্রাসিদ কৃষ্ণা ভারতীয় দলে সুযোগ পাওয়ার সুখবর পেয়েছিলেন। প্রাসিদ কৃষ্ণার আগে কলকাতার টিম শেইফার্ট, নীতিশ রানা এবং বিস্ময় স্পিনার বরুন চক্রবর্তী করোনা পজিটিভ হিসেবে ধরা পড়েন। তাই সাকিব আল হাসানকে নিয়ে চিন্তাটা একটু বেশি।

আজ সাকিব আল হাসানকে নিয়ে চিন্তা কিছুটা হলেও কমেছে কারণ দেশে ফেরার পর তার প্রথম করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মঞ্জুরুল হোসেন দেশের এক গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘সাকিবের প্রথম পরীক্ষার ফল নেগেটিভ এসেছে’। কয়েকদিনের মধ্যে আরেক দফা কোভিড-১৯ পরীক্ষা করা হবে সাকিব আল হাসানের। তবে মোস্তাফিজের করোনা টেস্টের রিপোর্ট এখনও পাওয়া যায়নি। আগামীকাল মোস্তাফিজুর রহমানের রিপোর্ট পাওয়া যাবে বলে জানা গেছে।

আগামী ২০ মে ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ করবেন সাকিব ও মোস্তাফিজ। কোয়ারেন্টাইন শেষ করেই আগামী ২৩ মে থেকে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানোডে খেলতে মাঠে নামবেন দুজন। বর্তমানে সোনারগাঁয়ে স্ত্রীকে নিয়ে কোয়ারেন্টাইনে আছেন মুস্তাফিজ। এছাড়া গুলশানের একটি হোটেলে উঠেছেন সাকিব।

মন্তব্যসমূহ (০)


Lost Password