ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, ১৫ জনের প্রাণহানি

ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, ১৫ জনের প্রাণহানি
MostPlay

মিশরের বদরশিনের গিজা এলাকায় ভয়াবহ সামরিক ট্রেন দুর্ঘটনায় ১৫ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০৩ জন। বৃহস্পতিবার দেশটির একটি সামরিক ট্রেন লাইনচ্যুতির পর এ হতাহতের ঘটনা ঘটে। মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে চীনের সংবাদ সংস্থা সিনহুয়া।

সংবাদ সংস্থা জানায়, ট্রেনটি দক্ষিণ মিশর থেকে নতুন নিয়োগপ্রাপ্ত সৈনিকদের নিয়ে কায়রোর সামরিক ক্যাম্পে যাচ্ছিল। ট্রেনটি বদরশিনের গিজা এলাকায় পৌঁছালে লাইনচ্যুত হয়। এতে ১৫ জনের প্রাণহানি ঘটে। এ ঘটনায় ট্রেনের ভেতরে থাকা আরো ১০৩ জন গুরুতর আহত হয়েছেন। 

এদিকে ট্রেনের লাইনচ্যুতির কারণ সম্পর্কে তাৎক্ষণিভাবে কিছুই জানা যায়নি।উল্লেখ্য, মিশরের ইতিহাসে ২০০২ সালে সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। ওই সময় ট্রেনে আগুনের ঘটনায় ৩৬০ জন মানুষের মৃত্যু হয়। পরে ২০১৩ সালে মিশরের আরেকটি সামরিক ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছিল।

সে সময় ১৯ জনের প্রাণহানিসহ ১০০ জন আহত হয়েছিলেন।গত বছরের নভেম্বরে মিশরে একটি ট্রেনের ধাক্কায় একটি স্কুলবাসকে চুর্ণবিচুর্ণ হয়। এতে ৫০ জন স্কুলের ছাত্র নিহত হন। সেই ঘটনায় দেশটির তৎকালীন পরিবহনমন্ত্রী পদত্যাগ করেছিলেন।

সূত্র- হিন্দুস্তান টাইমস,সিনহুয়া

মন্তব্যসমূহ (০)


Lost Password