যুক্তরাষ্ট্রে বড়দিনে শক্তিশালী বিস্ফোরণ

যুক্তরাষ্ট্রে বড়দিনে শক্তিশালী বিস্ফোরণ
MostPlay

যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যের ন্যাশভিলের শহরতলি এলাকায় একটি গাড়িবোমা বিস্ফোরিত হয়েছে। বড়দিনের সকালের এ ঘটনাকে পুলিশ ‘উদ্দেশ্যমূলক তৎপরতা’ বলে উল্লেখ করেছে।

ভয়েস অব আমেরিকা জানায়, এ ঘটনায় তিনজন আহত হয়েছে। দমকল কর্মীরা আহতদের হাসপাতালে নিয়ে যান। তবে তাদের অবস্থা তেমন গুরুতর নয়।

ন্যাশভিল পুলিশ বিভাগের মুখপাত্র ডন অ্যারন জানান, পুলিশ বিভাগ এবং কেন্দ্রীয় তদন্ত বিভাগ এফবিআই ও এটিএফ একযোগে ব্যাপক তদন্ত শুরু করেছে। বলেন, “আমরা বিশ্বাস করি যে উদ্দেশ্যমূলকভাবেই বিস্ফোরণটি ঘটানো হয়েছে।”

সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান জন ড্রেইক বলেন, ঘটনাস্থলে তারা কিছু টিস্যুর আলামত পেয়েছেন, যা মানুষের দেহাবশেষ হতে পারে।এ দিকে বিস্ফোরণের উদ্ধার তৎপরতায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের সন্তোষ প্রকাশ করেছেন।

ফ্লোরিডায় অবকাশরত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিষয়টি অবহিত করা হয়। তিনি প্রথম সারির কর্মীদের সাড়াতে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন, আহতদের সুস্থতা কামনা করেন। নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন প্রথম সারির উদ্ধার তৎপরতায় উদ্ধারকর্মীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password