করোনার দ্বিতীয় টেস্টেও পাস সাকিব আল হাসান

করোনার দ্বিতীয় টেস্টেও পাস সাকিব আল হাসান
MostPlay

করোনার প্রথম পরিক্ষায় নেগেটিভ আসার পর আজ দ্বিতীয় টেস্টও নেগেটিভ এসেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। বিসিবির চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। ভারত থেকে দেশে ফেরার পর শনিবার প্রথম করোনা টেস্টের জন্য নমুনা দেন জাতীয় দলের সাকিব আল হাসান। সেদিন নেগেটিভ আসার পর আবারো তার নমুনা নেয়া হয়েছিল যার ফল আজ রবিবার জানা গেছে।

দেশের আরেক তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রীরও প্রথম করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। দ্বিতীয় টেস্টের অপেক্ষায় তারা। আজ দ্বিতীয় টেস্টের জন্য মুস্তাফিজ ও তাঁর স্ত্রীর নমুনা নেওয়া হয়েছে।

উল্লেখ্য ভারতে করোনাভাইরাস ঊর্ধ্বমুখী হওয়ায় মাঝ পথেই আইপিএল স্থগিত হয়ে যায়। যার ফলে দুজন আহমেদাবাদ থেকে গত বৃহস্পতিবার বিশেষ বিমানে ঢাকা পৌঁছান। তাদের কোয়ারেন্টাইন শেষ হওয়ার কথা আগামী ২০ মে।

দুজনের করোনা টেস্টের রেজাল্ট নেগেটিভ আসলেও ১৪ দিনের কোয়ারেন্টাইনের ক্ষেত্রে কোন ছাড় তারা পাবেন কিনা তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে বিসিবির প্রধান নির্বাহী জানিয়েছেন, সাকিব-মোস্তাফিজের ব্যাপারে সরকার সবুজ সংকেত দিয়েছেন। তারা দলীয় অনুশীলনে ফিরবেন শিগগিরই। আগামী ২৩মে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানোডেতে মাঠে নামবে টাইগাররা।

মন্তব্যসমূহ (০)


Lost Password