মানুষ মুখি মাছ মিলছে মালয়েশিয়ায়

মানুষ মুখি মাছ মিলছে মালয়েশিয়ায়
MostPlay

প্রথমে দেখেই ঘাবড়ে যাওয়ার মতো। এমন আবার হয় নাকি! একেবারে যেন বোটক্স করা ঠোঁট, আবার তারই মাঝখান দিয়ে উঁকি দিচ্ছে সাদা ঝকঝকে দাঁতের পাটি। হালে এমন বহু নায়িকারও ঠোঁট দেখা যায়। যেন প্রচুর টাকা দিয়ে ঠোঁটের গঠন পরিবর্তন করানো হয়েছে। কিন্তু এটি কোনও মানুষের নয়। একটি মাছ। শরীরের সঙ্গে মুখের কোনও সামঞ্জস্যই নেই। মাছের শরীরে এমন মানুষের মতো ঠোঁট-দাঁত দেখে স্বাভাবিক ভাবেই হতভম্ব নেটপাড়ার বাসিন্দারা। ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে।

জানা গিয়েছে, এই ধরনের মাছকে বলা হয় ট্রিগার ফিশ। সাধারণত এশিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চলের অনেক জলাশয়ে এই মাছ দেখা যায়। মাছটির শরীরে দুটি রং। আর দুটি রঙকে ভাগ করছে লাল রঙের একটি রেখা। ঠোঁটের ওপর দিক দিয়ে শরীরের নীচের অংশ পর্যন্ত বিস্তৃত সেই লাল রেখা। মাছটির মুখ লম্বা। চোখের সামনে ধূসর রঙের বর্ডার দেখতে অনেক টা বেল্ট এর মতো।

অনেকেই এমন মাছ দেখে সোশ্যাল মিডিয়ায় একে অবিশ্বাস্য ও অদ্ভুত বলে বর্ণনা করেছেন। কত কিছু যে প্রকৃতিতে লুকিয়ে রয়েছে, সেগুলি নিজের চোখে না দেখলে বিশ্বাস করাই কঠিন বলে মত একাংশের। প্রকৃতির তেমনই একটি রহস্যের দেখা মিলেছে মালয়েশিয়ায়। অবিকল মানুষের মতো দাঁত ও ঠোঁট বসানো মাছের শরীরের উপরাংশে। এর আগেও এমন মাছের সন্ধান মিলেছিল। তবে তা ধরা পড়েনি। জলের নীচেই দেখা গিয়েছিল সেগুলি। সে সময় জলের নীচে থাকা এই মাছের ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল। তবে তা নিয়ে বিতর্ক তৈরি হয়। পরিবেশবিদরা অনেকেই ছবিগুলিকে বিকৃত বলে উল্লেখ করেছিলেন।

তবে এবার এই মাছ ধরা পড়েছে মালয়েশিয়ায়। একেবারে মানুষের মতো দাঁত ও ঠোঁট। মুখের গড়ন অনেকটাই মানুষের মতো। সেই মাছের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতেই অনেকে সেটিকে ফটোশপ-এর মাধ্যমে আরও বেশি মানুষের মতো করে ছবি তৈরি করে পোস্ট করতে শুরু করেছেন। মাছটিকে একটি মেয়ের মতো সাজিয়ে মিম বানিয়ে শেয়ার করছেন নেটপাড়ার বাসিন্দারা। তবে মানুষ-মুখি এমন মাছ নিমেষে ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।

মন্তব্যসমূহ (০)


Lost Password