‘নিখোঁজ’ দুই ভারতীয় দূতাবাস কর্মীকে মুক্তি দিয়েছে পাকিস্তান

‘নিখোঁজ’ দুই ভারতীয় দূতাবাস কর্মীকে মুক্তি দিয়েছে পাকিস্তান
MostPlay

পাকিস্তানের ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের দুই কর্মী নিখোঁজ ছিলেন গতকাল সোমবার সকাল ৮টার পর থেকে। বেশ কয়েক ঘণ্টা তাঁদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

অবশেষে রাতে ভারত সরকার জানিয়েছে, পাকিস্তানের পুলিশ তাঁদের দুজনকে মুক্তি দিয়েছেন। তাঁরা দূতাবাসের গাড়িচালক। সড়ক দুর্ঘটনার সঙ্গে জড়িত থাকায় তাঁদের আটক করা হয়েছিল বলে দাবি করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, বিকেলে ভারতের সরকারের সূত্রগুলো জানিয়েছিল, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হেফাজতে রয়েছে দূতাবাসের ওই দুই কর্মী। কিন্তু পরে পাকিস্তান জানায়, ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের দুজন গাড়িচালক দুর্ঘটনায় জড়িত ছিলেন। জাল নোট রাখার অভিযোগে তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

এর আগে ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের খবরে বলা হয়, ইসলামাবাদ থেকে দুই ‘কর্মকর্তা’ নিখোঁজ হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে নয়াদিল্লিতে পাকিস্তানের হাইকমিশনারকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সম্প্রতি নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনে কর্মরত দুই পাকিস্তানিকে গুপ্তচরবৃত্তির অভিযোগে দেশে ফেরত পাঠানো হয়। তাঁরা দুজনই ভিসা বিভাগে কর্মরত ছিলেন। সেই ঘটনার সঙ্গে দুই ভারতীয় কর্মীর তুলে নেওয়ার কোনো যোগসূত্র আছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠির বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ভারতীয় দূতাবাসের ওই দুই কর্মী কূটনীতিক নন। তাদের নাম ধিমু ব্রহ্মা ও পাল সেলভাদাস। এই দুই জনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ করা হয়েছে, সোমবার সকালে এক পথচারীকে আঘাত করে তারা পালানোর চেষ্টা করে। তাদের এক জনের কাছে জাল মুদ্রার নোটও পাওয়া যায়। এই দুই কর্মী ২০১৭ সালে পাকিস্তানে পৌঁছায় বলেও জানায় পাকিস্তানি সংবাদমাধ্যমটি।

পরে ইসলামাবাদ পুলিশের এক বিবৃতি উল্লেখ করে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, কূটনৈতিক সুরক্ষার আওতায় ভারতীয় দূতাবাসের দুই কর্মীকে ছেড়ে দেওয়া হয়েছে। ওই বিবৃতিতে জানানো হয়েছে, পাকিস্তানি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উপস্থিতিতে ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের জিম্মায় ওই দুই কর্মীকে ছেড়ে দেওয়া হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password