বিডিটাইপ.কম এ সংবাদ প্রতিনিধি নিয়োগ চলছে।

বিডিটাইপ.কম এ সংবাদ প্রতিনিধি নিয়োগ চলছে।
MostPlay

বিভিন্ন জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে সংবাদ প্রতিনিধি নিয়োগ চলছে। যারা অনলাইন সংবাদ প্রকাশনার সাথে সংবাদ প্রতিনিধি-হিসাবে কাজ করতে ইচ্ছুক তারাই কেবল এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহন করতে পারবে। আগ্রহী সংবাদ দক্ষ সংবাদ প্রতিনিধিদের আমাদের নির্ধারিত বিডি টাইপ পোর্টালে রেজিস্টার করে রিপোর্টারের জন্য এপ্লাই করতে হবে, উক্ত ফরমটি যথাযথভাবে পূরন করতে হবে। এপ্লাই করার ২৪ ঘন্টার মধ্যে বিডি টাইপ প্রতিনিধি বাছাই কার্যক্রমে নিয়োজিত টিম আপনার অ্যাপ্লিকেশন পর্যালোচনা করে বিডি টাইপের সাথে সংবাদ প্রতিনিধি হিসাবে কাজ করতে পারবে কি না তা নিশ্চিত করবে।

** নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহন করার নিয়ম **

  1. বিডিটাইপ.কমে রেজিস্টার করে লগইন করতে হবে।
  2. Request For Reporter ক্লিক করতে হবে।
  3. ফরমটি সঠিক ও নির্ভুল ভাবে পূরন করে Submit করতে হবে।

     ** ফরম পূরণে গুরুত্বপূর্ণ বিষয় **

  • পাসপোট সাইজের ছবি অবশ্যই থাকতে হবে।
  • ভোটার আইডি, জন্ম সনদ অথবা পাসপোর্ট থাকতে হবে।
  • CV- Bio Data থাকতে হবে।
  • মোবাইল নাম্বার ও ইমেইল ঠিকানা থাকতে হবে।
  • আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে।
  • আপনার প্রকাশিত নিউজ অবশ্যই আপনার ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে।
  • অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে।
  • সংবাদের পাশাপাশি প্রতিনিধিদের পত্রিকার আয়ের একমাত্র উৎস বিজ্ঞাপন সংগ্রহে মনোযোগী হতে হবে।

** নির্বাচিত প্রতিনিধির বর্তমান সুযোগ-সবিধা **

  1. পরিশ্রমী, মেধাবী, আগ্রহী এবং অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।
  2. বিজ্ঞাপন সংগ্রহ করে দিতে পারলে তার ৫০% দেয়া হবে। এছাড়া ও আরও কিছু অতিরিক্ত আয়ের সুযোগ থাকবে যা আপনাদের কমিশন হিসাবে দেয়া হবে (বিস্তারিত আলোচনা সাপেক্ষে)
  3. বিডি টাইপের কৃর্তপক্ষ প্রতিনিধিদের চুড়ান্তভাবে যোগদানের পূর্বে ০১ মাস তাদের কার্যক্রম নিয়ে পর্যালোচনা করবে।
  4. কার্যক্রম অনুযায়ি বিডি টাইপের -এর প্রতিনিধিদের পদ প্রদান করা হবে।
  5. ০২ মাস পর ভাল ও দক্ষ নির্বাচিত প্রতিনিধিদের বিডি টাইপের পিভিসি কার্ড প্রদান করা হবে।
  6. এই পিভিসি কার্ডটি তার আইডি কার্ড হিসেবে দেওয়া হবে।
  7. অন্যান্য সুযোগ-সুবিধা সময় অনুযায়ী নোটিশ আকারে জানানো হবে।

বি:দ্র: বিডি টাইপ কোন গ্রুপ কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থ দ্বারা পরিচালিত নয়। নিজস্ব অর্থায়নে পত্রিকা পরিচালিত হয়। বিডি টাইপকে নিজের পত্রিকা ভাবতে পারলেই আবেদন করবেন।

** সংবাদ প্রকাশের ক্ষেত্রে গুরুত্বপূণ বিষয় **

  1. কোন কপি রাইট এবং উস্কানি মুলক সংবাদ প্রকাশ করা যাবে না।
  2. প্রকাশিত সংবাদের সর্ম্পকিত ছবি অবশ্যই থাকতে হবে।
  3. নির্ধারিত সময়ের মধ্যে সংবাদ প্রকাশ করতে হবে।
  4. সম্পূর্ণ কম্পিউটার টাইপকৃত ডকুমেন্ট আকারে সংবাদ প্রকাশ করতে হবে।

ধ্যনবাদ
নিউস রুম: [email protected]
ওয়েবসাইট: https://bdtype.com
ফেইসবুক: https://facebook.com/bdtype 

মন্তব্যসমূহ (০)


Lost Password