ভারতে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড, গঙ্গায় ভাসছে শত শত লাশ

ভারতে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড, গঙ্গায় ভাসছে শত শত লাশ
MostPlay

ভারতে করোনার নতুন করে মৃত্যুর রেকর্ড তৈরি হয়েছে। বুধবার (১২ মে) দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছে ৪ হাজার ২০৫ জন। যা ভারতের একদিনের নতুন মৃত্যুর রেকর্ড। এর আগের সংখ্যাটি ছিল ৪ হাজার ১২৭ জন।

গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৪৮ হাজার ৪২১ জনের। সরকারি হিসেবে ভারতে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২ লাখ ৫৪ হাজার ১৯৭ জন, শনাক্ত হয়েছে ২ কোটি ৩৩ লাখ ৪০ হাজার ৯৩৪ জন৷ তারমধ্যে সক্রিয় করোনা রোগী সংখ্যা ৩৭ লাখ ৪ হাজার ৯৯ জন৷

দেশটিতে ৯ মার্চের পর দ্বিতীয় দিনের মতো করোনায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। মহারাষ্ট্রে গত ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছে ৪১ হাজার। গত কয়েক সপ্তাহে যা সর্বনিম্ন। তবে প্রদেশে মৃতের সংখ্যা ছিলো ৮০০ এর বেশি। এছাড়া ২০০ এর বেশি মৃত্যু দেখেছে কর্নাটক, তামিল নাডু, দিল্লি, উত্তর প্রদেশ ও পাঞ্জাব। দেশটির ৭০০ এর বেশি জেলার মধ্যে ৫৩৩টিতে করোনা পজিটিভ রেট ১০ শতাংশের বেশি।

এদিকে আবার গঙ্গায় লাশ ভাসতে দেখা গেছে। এ নিয়ে বিহার ও উত্তর প্রদেশে জনমনে ভয়ের সৃষ্টি হয়েছে। কেননা ধারণা করা হচ্ছে করোনায় মৃতের লাশ এখন নদীতে ভাসিয়ে দেয়া হচ্ছে। ৭১ টি লাশ উদ্ধার করা হয়েছে বিহারের বুক্সার জেলা থেকে এবং ২৫ লাশ উদ্ধার হয়েছে উত্তর প্রদেশের গাজীপুর জেলা থেকে।

মরদেহগুলো করোনা রোগীর কিনা তা এখনও নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ তবে নমুনার পাঠানো হয়েছে বলে জানানো হয়৷ পুলিশ জানিয়েছে উত্তর প্রদেশের গাজীপুর জেলা থেকে লাশগুলো ভাসানো হতে পারে বলে তারা ধারণা করছে এবং তদন্ত শুরু করেছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password