মাঝ আকাশে নিখোঁজ ইন্দোনেশিয়ার বোয়িং বিমান

মাঝ আকাশে নিখোঁজ ইন্দোনেশিয়ার বোয়িং বিমান
MostPlay

ফিরল এমএইচ ৩৭০–র স্মৃতি। ফের বিমানবন্দর থেকে ওড়ার মাত্র চার মিনিটের মধ্যেই ইন্দোনেশিয়ার শ্রীবিজয়া বিমান কোম্পানির বোয়িং বিমানের সঙ্গে সব সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে শ্রীবিজয়া এয়ারের এসজেওয়াই ১৮২ উড়ানে। ইন্দোনেশিয়ার অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে।

বিমানের সঙ্গে শেষবার স্থানীয় সময় দুপুর ২.‌৪০ মিনিটে যোগাযোগ হয়েছিল এটিসি–র। সোকার্নো হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরের তরফে জানানো হয়েছে মাত্র এক মিনিটের মধ্যে ১০,০০০ ফুট নীচে নেমে গিয়েছিল এসজেওয়াই ১৮২ উড়ানটি। বিমানটি জাকার্তা থেকে বোর্নিও দ্বীপের পন্টিয়ানাক যাচ্ছিল।

দুটি বিমানবন্দরের দূরত্ব মাত্র ৯০ মিনিট। কর্মী, যাত্রী মিলিয়ে ১৩০ জনকে বহনের ক্ষমতাসম্পন্ন বোয়িং ৭৩৭–৫০০ বিমানে এদিন ঠিক কতজন কর্মী এবং যাত্রী ছিলেন তা এখনও নির্দিষ্টভাবে জানাতে পারেনি শ্রীবিজয়া এয়ার। উদ্বিগ্ন পরিজনরা ভিড় করেছেন বিমানবন্দরে।

মন্তব্যসমূহ (০)


Lost Password