মালয়েশিয়ায় পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে ৫ বাংলাদেশিকে আহত করে ডাকাতি

মালয়েশিয়ায় পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে ৫ বাংলাদেশিকে  আহত করে ডাকাতি
MostPlay

মালয়েশিয়ায় পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে ৫ বাংলাদেশিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে ডাকাতরা।আহতদের মধ্যে রাকিবুল ইসলাম নামে (২৭) একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে কুয়ালালামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এছাড়া মোহাম্মদ বাদশা বিশ্বাস (৩৭) , ফয়সাল (২৮), রফিকুল ইসলাম (৩৫) ও আতিকুর রহমান (২৮) নামে অপর চারজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।এ ঘটনায় দেশটির পুলিশ ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে।জানা গেছে, গত শুক্রবার স্থানীয় সময় রাত ১১ টার দিকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি বাসায় নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ৩ ভারতীয় বংশোদ্ভূত মালয়েশিয়ার নাগরিক প্রবেশ করে।

সেখানে বাস করা ৫/৬ জন বাংলাদেশির কাছে থেকে তারা মোবাইল ফোন ছিনেয়ে নিয়ে কয়েকজনের হাত ও মুখ টেপ দিয়ে বেঁধে ফেলে।এ সময় বাঁধা দেয়ায় ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে বাংলাদেশিদের। বাংলাদেশিদের চিৎকারে স্থানীয় মালয়েশিয়ান নাগরিকরা এগিয়ে আসে। পরে পুলিশের সহয়তায় আহতদের উদ্ধার করে কুয়ালালামপুর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। পুলিশ ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে।এ ব্যাপারে একটি মামলা করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সিতি নূরদায়ূ বিনতে ইয়াকুব জানান, ডাকাত দলের দুই সদস্যকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। অন্য ডাকাতকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password