হেফাজত নেতা কাসেমির ৭ দিনের রিমান্ড মঞ্জুর

হেফাজত নেতা কাসেমির ৭ দিনের রিমান্ড মঞ্জুর
MostPlay

হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর সহ-সভাপতি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির  খুরশিদ আলম কাসেমীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বৃহস্পতিবার (২২ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।  আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।এর আগে, ২০১৩ সালে পল্টন থানায় দায়ের করা মামলায় খুরশিদ আলম কাসেমীকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে  ডিবি পুলিশ।

আসামির পক্ষে সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়।উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।বুধবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে খুরশিদ আলম কাসেমীকে গ্রেপ্তার করে ডিবির একটি দল।

মন্তব্যসমূহ (০)


Lost Password