সুন্দরবনের শরণখোলায় আবারও আগুন

সুন্দরবনের শরণখোলায় আবারও আগুন
MostPlay

আবারো আগুন জ্বলছে সুন্দরবনে। সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় এখনও আগুন জ্বলছে। আলোর স্বল্পতায় বিকেল ৫টা থেকে আগুন নেভানোর কাজ স্থগিত রেখেছে ফায়ার সার্ভিস। কাল সকাল থেকে আবার কাজ শুরু হবে।

বন সংরক্ষক জয়নাল আবেদীন বলেন, ‘আমরা সোমবারের আগুন মঙ্গলবার বিকেলে নেভাতে সক্ষম হয়েছি। বুধবার সকালে আবারও সেখানে আগুন লাগে। আলো কমে যাওয়ায় ফায়ার সার্ভিস বিকেল ৫টায় কাজ স্থগিত করেছে। তবে আমাদের লোকেরা পর্যবেক্ষণের জন্য বনে থাকবেন।’

বাগেরহাটের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. গোলাম সরোয়ার  বলেন, ‘আমাদের তিনটি ইউনিট সকাল থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন লাগার জায়গায় পানি সরবরাহে প্রথমে ভোলা নদী থেকে ২৫টি ডেলিভারি পাইপ স্থাপন করা হয়েছিল। পরে আরও ১০টি পাইপ স্থাপন করা হয়। আগুন আর ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই।’

আগুন এখনও জ্বলছে উল্লেখ করে তিনি বলেন, ‘পর্যাপ্ত আলো না থাকায় আমরা আগুন নেভানোর স্থগিত রেখেছি। আমাদের যন্ত্রপাতি বনেই আছে।’

তিনি জানান, আজকের আগুনের তীব্রতা ও ব্যাপ্তি সোমবারের তুলনায় অনেক বেশি। সেখানে শুকনো পাতার ঘন স্তুপ থাকায়, পানি দিয়েও আগুন পুরোপুরি নেভানো যায়নি।

গোলাম ছরোয়ার আরও বলেন, ‘মাঝেমধ্যেই আগুন জ্বলছে। একেক স্থান থেকে ধোঁয়া বের হচ্ছে। আমরা পানি ছিটিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করছি। এখানে অবস্থা তুষের আগুনের মতো। জ্বলছে, নিভছে, আবার জ্বলছে। এখন নিয়ম হলো পানি দেওয়া। আমরা পর্যাপ্ত পানি দেওয়ার ব্যবস্থা করেছি। তবে বিপদটা হলো মাটির ওপর যে শুকনো পাতাগুলো আছে, এর নিচে সুড়ঙ্গপথের মতো। তল থেকে আগুন ছড়াচ্ছে। সেভাবে দেখা না গেলেও ধোঁয়ার সঙ্গে সঙ্গে শুকনো পাতার মাঝে আগুন নিচ থেকে ছড়াচ্ছে। আগুনের খুব কাছাকাছি পানির উৎস না থাকায় ভোলা নদী থেকে ২৫টি পাইপ লাগিয়ে আগুনের ওই স্থানে পানি নিতে হচ্ছে।’

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকার ২৪ নম্বর কম্পার্টমেন্টে গত সোমবার সকালে লাগা আগুন মঙ্গলবার দ্বিতীয় দিনে কিছু সময়ের জন্য নিয়ন্ত্রণে আসেসুন্দরবনের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকার ২৪ নম্বর কম্পার্টমেন্টে গত সোমবার সকালে লাগা আগুন মঙ্গলবার দ্বিতীয় দিনে কিছু সময়ের জন্য নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় লোকজন বলছেন, এখন বৃষ্টি ছাড়া এই আগুন নিয়ন্ত্রণ খুব কঠিন। ফায়ার সার্ভিস মাত্র একটি পাইপ দিয়ে পানি দিচ্ছে। দূরে হওয়ায় একাধিক পাইপ দিয়ে চারপাশ থেকে পানি দেওয়া যাচ্ছে না। এ করণে আগুন দ্রুত ছড়াচ্ছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদীন জানান, বন বিভাগের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী রাতে ঘটনাস্থলে থাকবেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password