বিমানের টিকিট কিনতে ঢাকায় এসে লাশ হলেন প্রবাসী

বিমানের টিকিট কিনতে ঢাকায় এসে লাশ হলেন প্রবাসী
MostPlay

বৃহস্পতিবার ভোর সকালে রাজধানীর কুড়িল ফ্লাইওভার থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় ১ প্রবাসীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত প্রবাসী নাম সুভাষ চন্দ্র সূত্রধর (৩২) বাড়ি বগুড়ার শিবগঞ্জের মোকামতলায়। নিহতের পরিবার ও পুলিশ জানিয়েছে, বিমানের টিকিট ও করোনা টেস্ট করাতে  বুধবার রাতে ঢাকায় আসেন সুভাষ।

ভোর সকালের দিকে  ৩০০ ফিট রোডসংলগ্ন ফ্লাইওভার থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সুভাষ বগুড়ার শিবগঞ্জের বড় নারায়নপুর গ্রামের মৃত সুবীর চন্দ্র সূত্রধরের ছেলে। ৩ বোন ও ৫ ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট ছিলেন। তার আরও ৩ ভাই দুবাইতে থাকেন। গত বছর দেশে এসে বিয়ে করেছিলেন সুভাষ।

 নিহতের ভায়রা কৃষ্ণ বাবু সাংবাদিককে বলেন, আগামী ৮ মে দুবাই যাওয়ার  কথা ছিল সুভাষের। এজন্য বিমানের টিকিট কেনা ও করোনা টেস্ট এর জন্য গতকাল রাত ৮টায় মাইক্রোবাসে করে ঢাকার উদ্দেশে বের হন তিনি। যাওয়ার সময় ৬০-৭০ হাজার টাকা সঙ্গে নিয়ে যান। তিনি বলেন, ভোর সকালের দিকে আমার শাশুড়ি ফোন দিয়ে জানান সুভাষের মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে।

আমার বাসা খিলক্ষেত এলাকায় হওয়ায় আমি বিমানবন্দরসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকি। এর মধ্যে খিলক্ষেত থানায় ফোন দিলে পুলিশ সুভাষের লাশ উদ্ধারের কথা জানায়।  পরে ফ্লাইওভারে গলায় গামছা পেঁচানো রক্তাক্ত অবস্থায় তার লাশ দেখতে পাই। তবে তার কাছে কোনো টাকা  পাওয়া যায়নি।

নিহতের পরিবারের দাবি, এটি একটি হত্যাকাণ্ড। পুলিশ যেন হত্যাকারীদেরকে খুঁজে বের করে সঠিক বিচার করে। প্রাথমিকভাবে ধারণা করেন প্রবাসী সুভাষকে হত্যা করা হয়েছে । নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password