হেফাজতের নায়েবে আমির অধ্যাপক ড. আহমদ আবদুল কাদেরের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

হেফাজতের  নায়েবে আমির অধ্যাপক ড. আহমদ আবদুল কাদেরের ৫ দিনের রিমান্ড মঞ্জুর
MostPlay

সদ্য গ্রেফতার হওয়া হেফাজতে ইসলামের  নায়েবে আমির অধ্যাপক ড. আহমদ আবদুল কাদেরের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তবে তাকে  ২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে সহিংসতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

২৫ এপ্রিল  রোববার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় ২০১৩ সালের পল্টন থানার মামলায় সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ, শনিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েব আমির আহমদ আবদুল কাদেরকে রাজধানীর পশ্চিম আগারগাঁও থেকে গ্রেফতার করেছে। এই খবর গনমাধ্যমকে নিশ্চিত করেছিলেন ডিবির যুগ্ন কমিশনার মাহবুব আলম।   

এই বিষয়ে মাহবুব আলম বলনে, রাজধানীর পশ্চমি আগারগাঁও থেকে ডিবি তেজগাঁওয়ার একটি টিম আহমদ আবদুল কাদেরকে গ্রেফতার করেছে। আবদুল কাদের  ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন। ‘ তার বিরুদ্ধে পুরোনো কিছু  মামলা রয়েছে। তাছাড়া হেফাজতে ইসলামের সম্প্রতি তাণ্ডবরে ঘটনায় যে মামলা হয়েছে  সে মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

 

মন্তব্যসমূহ (০)


Lost Password