করোনা রোগীর লাশ বাড়ির ফ্রিজে পড়ে থাকল ২ দিন

করোনা রোগীর লাশ বাড়ির ফ্রিজে পড়ে থাকল ২ দিন
MostPlay

প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা গ্রহণ না করায় ২ দিন বাড়ির ফ্রিজেই পড়ে রইল করোনা রোগীর লাশ। কলকাতার আর্মহাস্ট স্ট্রিট এলাকার এই ঘটনায় আলোড়ন তৈরি হয়েছে কলকাতা পৌরসভা ও স্বাস্থ্য ভবনে।

মৃত ওই ব্যক্তির পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে করোনার উপসর্গ নিয়ে আর্মহাস্ট স্ট্রিটের এক আবাসনে মৃত্যু হয় ওই ব্যক্তির। স্থানীয় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানোর পরামর্শ দেন। করোনার রিপোর্ট আসার পূর্ব পর্যন্ত লাশ সংরক্ষণের পরামর্শও দেন তিনি।

লাশ সংরক্ষণের জন্য প্রথমে থানায় যোগাযোগ করে পরিবারটি। সেখান থেকে স্বাস্থ্য ভবনের হেল্পলাইনে যোগাযোগের পরামর্শ দেন পুলিশ কর্মকর্তারা। তবে দীর্ঘক্ষণ স্বাস্থ্য ভবনের হেল্পলাইন নাম্বার বাজলেও কেউ ফোন ধরেনি। ফলে লাশ সংরক্ষণের জন্য নিজেরাই একটি ফ্রিজের মধ্যে রাখার ব্যবস্থা করে।

মঙ্গলবার রাতে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। বুধবার স্বাস্থ্য ভবনের সঙ্গে যোগাযোগ করলে সক্রিয় হয় পৌরসভা। লাশ নিয়ে শেষকৃত্যের ব্যবস্থা করে তারা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

মন্তব্যসমূহ (০)


Lost Password