সবাই করোনা পজেটিভ থাকায় একটি ফ্লাইট মাত্র একজন যাত্রী নিয়ে উড়লো বিমান!

সবাই করোনা পজেটিভ থাকায় একটি ফ্লাইট মাত্র একজন যাত্রী নিয়ে উড়লো বিমান!
MostPlay

আন্তর্জাতিক একটি ফ্লাইট মাত্র একজন যাত্রী নিয়ে কায়রো থেকে সুদানের উদ্দেশ্যে উড়ল আকাশে। শুনতে অবিশ্বাস্য লাগলেও ঘটনাটি সত্যি। কারণ ওই যাত্রী করোনা পজেটিভ ছিলেন। মিশরের স্থানীয় গণমাধ্যমগুলোতে জানানো হয়, সুদানের খার্তুম থেকে কায়রো যান ৪২ বছর বয়সী এক নারী। বিমান থেকে নামার পরে কায়রো বিমানবন্দরে করোনা পরীক্ষায় ওই নারীর করোনা সংক্রমণ ধরা পড়ে।

এতেই বেঁকে বসে মিশর কর্তৃপক্ষ। ওই নারীকে আর কায়রোতে প্রবেশের অনুমতি দেয়নি তারা। ফলে সুদানে ফিরে যাওয়া ছাড়া আর কোন উপায় ছিল না তার হাতে। এদিকে বিমানে বাকি যাত্রীদের সঙ্গে তাকে নিতেও রাজি হচ্ছিলেন না বিমানের ক্যাপ্টেন। পাঁচ ঘন্টা দরকষাকষির পর তাকে নিতে রাজি হন ক্যাপ্টেন। তবে ফ্লাইটে থাকবেন ওই নারী একা। অন্য যাত্রীদের সুরক্ষার কথা বিবেচনা করে শুধু ওই নারীকে নিয়েই উড়াল দেয় ফ্লাইটটি। খার্তুমগামী ওই ফ্লাইটে চার বিমানকর্মীর সঙ্গে যাত্রী হিসেবে ওই নারী একা ছিলেন।

সূত্র: আনন্দবাজার পত্রিক

মন্তব্যসমূহ (০)


Lost Password