শিরোপা দৌড়ে হোঁচট খেল বার্সেলোনা

শিরোপা দৌড়ে হোঁচট খেল বার্সেলোনা
MostPlay

স্প্যানিশ লা লিগায় চলছে তুমুল প্রতিদ্বন্দিতা। লিগের আর মাত্র ৩ ম্যাচ বাকি কিন্ত এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে শিরোপা জয়ের ক্ষেত্রে কার পাল্লা ভারী? অ্যাতলেটিকো মাদ্রিদ ২ পয়েন্ট ব্যাবধানে শীর্ষে থাকলেও সমান সুযোগ আছে বাকি দুই দল বার্সেলোনা ও রিয়ালের। তবে গতরাতে লেভান্তের সাথে ৩-৩ গোলে ড্র করে লা লিগার শিরোপা দৌড়ে হোঁচট খেল বার্সেলোনা। শিরোপা জয়ের স্বপ্নে একটা বড়সড় ধাক্কা লাগলো বার্সার।

প্রতিপক্ষের মাঠে বার্সেলোনার শুরুটা হয়েছিল একেবারে হিংস্র বাঘের মতো। ৩৪ মিনিটের মধ্যেই দুই গোলের ব্যাবধানে এগিয়ে যায় কাতালানরা। ম্যাচের মাত্র ২৫ মিনিটের মাথায় মেসির নৈপুণ্যে এগিয়ে যায় বার্সেলোনা। লা লিগায় এবারের মৌসুমে এটি মেসির ২৯তম গোল। মেসির গোলের নয় মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করেন তরুণ প্রতিভাবান পেদ্রি। ওসুমানে দেম্বেলের এসিস্ট থেকে স্কোরশিটে নাম তোলেন তিনি। পাল্টা আক্রমনতো পরের কথা বার্সেলোনার থেকে বল কেড়ে নিতেই যেন পারছিল না লেভান্তে।

বার্সেলোনার সাপোর্টাররা হয়তো ধরেই নিয়েছিলেন দ্বিতীয়ার্ধে আরও বেশ কয়েকটি গোল করে শিরোপা জয়ের জানানটা বেশ জোরেসোড়েই দিবে বার্সেলোনা। কিন্ত লেভান্তের খেলোয়াড়রা হয়তো অন্য কিছু পন করেই শেষের অংশে মাঠে নামলো । নয়তো যে লেভান্তে প্রথমার্ধে বার্সেলোনার খেলোয়াড়দের পিছনে পিছনে ঘুড়লো তারাই কিনা দ্বিতীয়ার্ধের ১৪ অর্থাৎ ম্যাচের ৫৯ মিনিটের মধ্যেই বার্সেলোনার জালে দুইবার বল পাঠিয়ে ম্যাচে সমতা ফিরিয়ে আনলো। দুই গোল খেয়ে যেন নড়েচরে বসে বার্সা। আবার এগিয়ে যেতে বেশি সময় নেয়নি কাতালানরা। ম্যাচের ৬৪ মিনিটের সময় গোল উৎসবে যোগ দেন দেম্বেলে। দেম্বেলের গোলে স্বস্তি ফেরে বার্সা শিবিরে। বার্সেলোনা যখন ৩ পয়েন্টের অপেক্ষায় তখন আবারও লেভান্তের গোল। ম্যাচের ৮৩ মিনিটের মাথায় বার্সার জেতার আশা শেষ করে দেন সার্জিও লিওন। তার গোলে স্কোরলাইন হয় ৩-৩, ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় কাতালানদের।

এই ড্রয়ের পর ৩৬ ম্যাচ শেষে ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে বার্সেলোনা। শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের ঝুলিতে রয়েছে ৩৫ ম্যাচে ৭৭ পয়েন্ট। অন্যদিকে তিন নম্বরে থাকা রিয়াল মাদ্রিদ ৩৫ ম্যাচ থেকে সংগ্রহ করেছে ৭৫ পয়েন্ট।

মন্তব্যসমূহ (০)


Lost Password