ক্যাপিটল ভবনে হামলা,এক পুলিশ কর্মকর্তার মৃত্যু

ক্যাপিটল ভবনে হামলা,এক পুলিশ কর্মকর্তার মৃত্যু
MostPlay

যুক্তরাষ্ট্রের আইনসভা ভবনের হামলায় আহত এক ক্যাপিটল পুলিশ কর্মকর্তা মারা গেছেন। ব্রায়ান সিকনিক নামে এই পুলিশ কর্মকর্তাসহ হামলায় এখন পর্যন্ত নিহতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে।

বুধবার (৬ জানুয়ারি) গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয় অনুমোদনের জন্য যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা বসেন। কংগ্রেসের অধিবেশনের বিরোধিতা করে ওয়াশিংটনে জড়ো হন কয়েক হাজার ট্রাম্প সমর্থক।  সেই সমাবেশের বক্তব্যে নভেম্বরের নির্বাচনে পরাজয় মেনে না নেওয়ার ঘোষণা দেন ট্রাম্প। এর কিছুক্ষণ পরেই কয়েকশ ট্রাম্প সমর্থক পার্লামেন্ট ভবনের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান।

পুলিশ জানায়, ব্রায়ান সিকনিক ওই সময় হামলা থামানোর চেষ্টা করছিলেন। হামলাকারীদের দ্বারা শারীরিকভাবে তিনি আহত হন। হাসপাতালে নেওয়ার পর বৃহস্পতিবার তিনি মৃত্যুবরণ করেন।৪০ বছর বয়সী সিকনিক ১৫ বছর ধরে পুলিশ বাহিনীতে কাজ করেছেন।

রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, সিকনিক হাসপাতালে  চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি হার্ট অ্যাটাক করেন। তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।পুলিশ জানিয়েছে, ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল পুলিশে যোগদানকারী সিকনিকের মৃত্যুর বিষয়টি মেট্রোপলিটন কর্মকর্তারা তদন্ত করবেন।হামলা ঘটনার বৃহস্পতিবার ক্যাপিটাল পুলিশ প্রধান স্টিভেন সান পদত্যাগ পত্র জমা দিয়েছেন।

এদিকে ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় স্পিকার ন্যান্সি পেলোসিসহ সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগ করে ট্রাম্পকে ক্ষমতাচ্যুতে করতে জোর দাবি জানাচ্ছেন অনেকেই। পেলোসি ক্যাপিটল হিলে ট্রাম্পের সশস্ত্র সমর্থকদের হামলার ঘটনাকে আমেরিকার বিরুদ্ধে বিদ্রোহ হিসেবে দাঁড় করেছেন। হামলাকে শুধু আইনসভায় নয়, জাতির ওপর নারকীয় আঘাত বলে মন্তব্য করেছেন।

ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় ডেমোক্র্যাট নেতারা ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ দাবি করছেন। তবে বুধবার এক ঘোষণায় ট্রাম্প ২০ জানুয়ারি সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন।  

মন্তব্যসমূহ (০)


Lost Password