অল আউট লকডাউন বাড়তে পারে

অল আউট লকডাউন বাড়তে পারে
MostPlay

গত বুধবার (১৪ এপ্রিল) থেকে করোনা ভাইরাস রোধে সারাদেশে এক সপ্তাহের সর্বাত্বক কঠোর লকডাউন চলছে। আগামী ২১ এপ্রিল পর্যন্ত এই লকডাউন চলবে। তবে চলমান লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানোর কথা বিবেচনা করছে সরকার।

গতকাল ১৭ই এপ্রিল শনিবার গণমাধ্যমে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন জানান, চলমান লকডাউন বাড়ানোর পরামর্শ আছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী সোমবার ১৯ এপ্রিল সভার পর ঐদিন বা পরদিন মঙ্গলবার কি হবে তা জানিয়ে দেয়া হবে।

উল্লেখ্য, আগামী সোমবার লকডাউন এর পরিস্থিতি পর্যবেক্ষণ করতে একটি সভা ডাকা হয়েছে। সেখানেই লকডাউন এর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০১ জনের প্রাণ নিয়েছে করোনাভাইরাস। এই নিয়ে প্রাণঘাতী এই ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ২৮৩। তবে করোনা প্রতিরোধের চলমান সর্বাত্বক লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এই সময়ে সরকার ঘোষিত ১৩ নির্দেশনা জনগণকে মেনে চলতে নজরদারি বাড়িয়েছে প্রশাসন।

মন্তব্যসমূহ (০)


Lost Password