বাগদাদে একটি করোনা হাসপাতালে আগুন ২৩ জন অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু

বাগদাদে একটি করোনা হাসপাতালে আগুন ২৩ জন অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু
MostPlay

ইরাকের রাজধানীতে একটি করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ডজনখানেক মানুষ অগ্নিদগ্ধ হয়েছে। খবর বিবিসির। বিভিন্ন গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, শনিবার রাতে বাগদাদের ইবনে খতিব হাসপাতালে একটি অক্সিজেন ট্যাঙ্কারে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, রোববার সকালের দিকেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান মেজর জেনারেল কাধিম বোহান জানান, হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তিনি জানিয়েছেন, উদ্ধারকর্মীরা ১২০ জন রোগীর মধ্যে ৯০ জন এবং তাদের স্বজনদের উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

কমপক্ষে ৩০ জন রোগী ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে ছিলেন। সম্প্রতি ভারতেও একই ধরনের দুর্ঘটনায় মহারাষ্ট্রের একটি হাসপাতালে কমপক্ষে ২৪ জন প্রাণ হারিয়েছেন। গত ২১ এপ্রিল মহারাষ্ট্রের নাশিক জেলায় একটি হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্কার লিক হয়ে যাওয়ার কারণে অক্সিজেনের অভাবে ২৪ করোনা রোগীর মৃত্যু হয়। এর একদিন পরেই মহারাষ্ট্রের অপর একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩ জনের প্রাণ যায়।

সুত্রঃ বিবিসি

মন্তব্যসমূহ (০)


Lost Password