চীন থেকে ৫ লাখ টিকা আসছে বুধবার

চীন থেকে ৫ লাখ টিকা আসছে বুধবার
MostPlay

করোনা সংক্রমণ প্রতিরোধে চীনের উপহার ৫ লাখ টিকা  আগামী বুধবার (১২ মে) ঢাকায় পৌঁছাবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত লি জিমিং। আজ সোমবার ঢাকায় ভার্চ্যুয়াল সম্মেলনে চীনের রাষ্ট্রদূত বিষয়টি নিশ্চিত করেছেন।

 লি জিমিং বলেন, জি টু জি কিংবা বাণিজ্যকভাবে চীন বাংলাদেশে টিকা দিতে প্রস্তুত। কিন্তু শুধুমাত্র সিনোফার্ম কোম্পানিকে বাংলাদেশ সরকার জরুরি অনুমতি দেয়ায় লম্বা সিরিয়ালের জটিলতা তৈরি হয়েছে। তাও এ সিদ্ধান্ত নিতে বাংলাদেশ সময় নিয়েছে ৩ মাস। ফলে এখন দ্রুত টিকা পাওয়ার সিরিয়ালে সামনে আসতে পারেনি বাংলাদেশ।

তিনি  আরও বলেন, চীনের টিকার চাহিদা অনেক দেশের আছে। তাই বাণিজ্যিকভাবে যেটা বাংলাদেশ পেতে চায়, সেই টিকা পেতে বাংলাদেশের সময় লাগবে। তা ছাড়া বাংলাদেশ এক সপ্তাহ আগে শুধু সিনোফার্মের টিকার জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে।

চীনের রাষ্ট্রদূত বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন  কে জানিয়েছিলেন, মে দিবসের ছুটি শেষে আগামী ১২ মে তাদের ভ্যাকসিন ঢাকায় আসবে। 

মন্তব্যসমূহ (০)


Lost Password