গোরু নিধনে জ্যান্ত জ্বালানো হল ৪ মুসলিম যুবককে

গোরু নিধনে জ্যান্ত জ্বালানো হল ৪ মুসলিম যুবককে
MostPlay

সোশ্য়াল মিডিয়ায় একটি ইউ টিউব ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হয়েছে। ভিডিয়োটিতে দাবি করা হয়েছে, গোরু নিধন করায় চার মুসলিম ব্যক্তিকে ভারতে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে।

'ভারতে ৪ মুসলিম ব্যক্তিকে জীবন্ত জ্বালানো হল'- এই শিরোনাম দিয়ে ভিডিয়োটি আপলোড করা হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, চারজন ব্যক্তিকে চেইন দিয়ে বেঁধে একটি খাঁচায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এরপর সেই খাঁচাটি এয়ারলিফ্ট করে একটি ঝোপের মধ্যে ফেলা হচ্ছে। সেটিতে এরপর আগুন ধরিয়ে দেওয়া হয়।

ভিডিয়োতে ঘটনার যে বর্ণনা দেওয়া হয়েছে তা হল, 'চোখকে বিশ্বাস করতে পারছি না। পুলিশ ও বিপুল জনতার সামনে এটা হচ্ছে। ওঁরা একটি গোরু নিধন করেছিল। যে কট্টরপন্থীরা ভারতের দখল নিয়েছে, তাদের বিশ্বাস একজন মানুষের থেকে একটি গোরু বেশি পবিত্র। এই কাজে নীরব গোটা পৃথিবী। আপনাদের জিভ আর হাত বাঁধা নয়। অনুগ্রহ করে এই পাশবিক দেশকে বয়কট করুন। #BoycottIndia।'

এই দাবি করে ভিডিয়োটি পোস্ট করেন ট্যুইটার ইউজার ইমাদ।

সত্য: এই দাবি সর্বৈব মিথ্যে। রাস্তার একটা ম্যাজিক শো-এর ভিডিয়োকে ভুল ভাবে উপস্থাপিত করা হয়েছে।

অনুসন্ধান ও তথ্য যাচাই: গুগল ক্রোম ব্রাউজারের InVID টুল ব্যবহার করে আমরা প্রথমে এই ভিডিয়োর ক্রিফ্রেম আলাদা করে ফেলি। এরপর ছবিগুলিকে গুগল, Yandex ও অন্যান্য সার্চ ইঞ্জিনের মাধ্যমে রিভার্স ইমেজ সার্চ করি। একটির ক্ষেত্রে দেখা যায়, এমএম পুথিয়াথ নামে একটি ইউ টিউব চ্যানেলে ২০১৭ সালের ২৫ অগস্ট একটি ভিডিয়ো আপলোড করা হয়েছিল। এমএম পুথিয়াথ কেরালার একজন প্রখ্যাত জাদুকর। ভিডিয়োটি ছিল 'বিশ্বের প্রথম গণ চিতা থেকে রক্ষা, মালাপ্পুরম কোট্টাপাডি স্টেডিয়াম।

আগুন থেকে রক্ষা ২০০৮' এই নামে। এতে বোঝা যায়, চার জাদুকর মিলে যে বিশ্বের প্রথম গণ চিতা থেকে রক্ষার ম্যাজিক দেখিয়েছিলেন, এটি তার ভিডিয়ো। জাদুকরদের চিহ্নিতও করা গিয়েছে ভিডিয়োতে। এমএম পুথিয়াথ ছাড়াও ছিলেন শাহজাহান মাম্পাদ, সুদীর চুঙ্গা থারা ও হামিদ এদাক্কারা।ট্যুইটারে মুসলিমদের ভিডিয়ো বলে যে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে, এটি সেই একই ভিডিয়ো।

৫:১৬ মিনিটের ভিডিয়োয় দেখা যাচ্ছে, চারজনই আগুনের গ্রাস থেকে বেঁচে একে একে বেরিয়ে আসছে। চারজনেই বেঁচে গিয়েছেন।এই সত্য তথ্য বিভাগ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ম্যাজিকের একটি ভিডিয়ো মিথ্যেভাবে প্রচার করা হয়েছে। গোরু নিধনকারী মুসলিমদের ভারতে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার কোনও ঘটনা এই ভিডিয়োতে ঘটেনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password