বিমান ধ্বংসে দায়িত্বে অবহেলা আছে কিনা খতিয়ে দেখতে সর্বোচ্চ নেতার নির্দেশ

বিমান ধ্বংসে দায়িত্বে অবহেলা আছে কিনা খতিয়ে দেখতে সর্বোচ্চ নেতার নির্দেশ
MostPlay

কারো দায়িত্বে অবহেলা বা দোষের কারণে ইউক্রেনের যাত্রীবাহী বিমানটি ভূপাতিত করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফকে নির্দেশ দিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।

সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের তদন্তের ফলাফল সম্পর্কে অবহিত হওয়ার পর সর্বোচ্চ নেতা এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।

একইসঙ্গে তিনি এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। আল্লাহ যাতে নিহতদের পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধরার শক্তি দান করেন, সেজন্য দোয়া করেন সর্বোচ্চ নেতা। 

গত বুধবার (৮ জানুয়ারি) ভোররাতে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান তেহরানের ইমাম খোমেনী (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়। এ ঘটনায় এটির ১৭৬ আরোহীর সবাই নিহত হন। এই ১৭৬ জনের মধ্যে ১১৭ জনই ছিলেন ইরানি যাদের অনেকের কানাডা ও ব্রিটেনের নাগরিকত্ব ছিল।

এ ছাড়া, বিমানটিতে কানাডা, ব্রিটেন, আফগানিস্তান ও সুইডেনের যাত্রীরা ছিলেন। ইউক্রেন এয়ারলাইন্সের বিমানটির সেদেশের রাজধানী কিয়েভ হয়ে কানাডা যাওয়ার কথা ছিল।

মন্তব্যসমূহ (০)


Lost Password