বিমানবন্দরের জন্য জমি দিতে রাজি না বাংলাদেশ

বিমানবন্দরের জন্য জমি দিতে রাজি না বাংলাদেশ
MostPlay

আগরতলা বিমানবন্দর সম্প্রসারণের জন্য বাংলাদেশে জমি চাওয়া হলে সে আবেদনে সাড়া দেয়নি বাংলাদেশ।বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এ কথা জানান।তিনি জানান, আগরতলা বিমানবন্দরের জন্য বাংলাদেশে জমি চাওয়া হয়েছিল। তবে সে আবেদনে সাড়া দেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এর আগে, গত বছরের আগস্টের দিকে আগরতলা বিমানবন্দর সম্প্রসারণের জন্য বাংলাদেশের জমি ব্যবহারের প্রস্তাব দেয় ভারত।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৪২ সালে নির্মিত আগরতলা বিমানবন্দর সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে ভারত। এরইমধ্যে আগরতলা বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে রানওয়ে নির্মাণ, নতুন টার্মিনাল ভবনসহ বিমানবন্দরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে।

ভারতের আগরতলা বিমানবন্দর বাংলাদেশের সীমানার খুব কাছাকাছি। বিমানবন্দরের রানওয়ে ও লাইটিং এলাকা বাংলাদেশের সীমানার কাছেই। ফলে রানওয়ে সম্প্রসারণে বাংলাদেশের জমি প্রয়োজন।

মন্তব্যসমূহ (০)


Lost Password