বন্ধুত্বে নয়, দ্বন্দ্বে জড়াল স্মিথ-ওয়ার্নার

বন্ধুত্বে নয়, দ্বন্দ্বে জড়াল স্মিথ-ওয়ার্নার
MostPlay

দুই বছর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল বিকৃতি করার কারণে ক্রিকেট থেকে এক বছরের নিষেধাজ্ঞায় ছিলেন স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। তবে সব নিষেধাজ্ঞা কাটিয়ে আগামি ২৬ ফেব্রুয়ারি আবারও কেপটাউনে খেলতে নামবেন এই দুই তারকা। এর আগেই দন্দ্বে জড়াল স্মিথ-ওয়ার্নার।

স্মিথ বলেন, ‘আগে অবশ্য তারা অতিথিপরায়ণ ছিল। যদিও এটা নিয়ে এখন আর কিছু ভাবছি না। ল্যাঙ্গার যেমনটা বলেছেন ওরকম করেই বলব, আমরা এসব প্রস্তুতি অ্যাশেজ খেলার সময় ইংল্যান্ডে নিয়ে এসেছি। যখন আমি ব্যাটিং করি, তখন আমি এসবে তাকাই না। আমি এসব তেমন শুনতে চাই না। যখন ফিল্ডিং করি, তখন কিছুটা কানে আসে। কিন্তু এগুলো শুধুই শব্দ। এগুলো আমার কোনো ক্ষতি করতে পারে না। আমি হয়তো বৃত্তের বাইরে ফিল্ডিং করব। তখন আমি হাসব এবং আমার খেলা উপভোগ করব।’

ওয়ার্নার বলেছিলেন, ‘ব্যক্তিগতভাবে আমি এসবের কিছুই মনে রাখিনি। আমি সেখানে যাবো এবং রান করে দল জেতানোর চেষ্টা করব। নিজেদের ভালো অবস্থানে নিয়ে আসার চেষ্টা করব। পরিস্থিতি আমাদের অনুকূলে থাকবে না এটাই স্বাভাবিক। তবে দক্ষিণ আফ্রিকায় আমরা সম্মানের প্রত্যাশা করব। এর আগেও এখানে যখন ছিলাম তখন আমাদের দারুণ আপ্যায়ন করা হতো।’

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটিতে প্রোটিয়া সমর্থকদের কাছ থেকে সম্মান প্রত্যাশা করেছেন ওয়ার্নার। অপরদিকে সম্মানের প্রত্যাশা করছেন না স্মিথ, চ্যালেঞ্জ মেনে নিতে পুরোপুরি প্রস্তুত তিনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password