তরল হাইড্রোজেন চালিত বিলাসবহুল এক প্রমোদ তরী কিনেছেন বিল গেটস

তরল হাইড্রোজেন চালিত বিলাসবহুল এক প্রমোদ তরী কিনেছেন বিল গেটস
MostPlay

এই মুহূর্তে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি বিল গেটস। সম্প্রতি তরল হাইড্রোজেন চালিত বিলাসবহুল এক প্রমোদ তরী কিনেছেন মাইক্রোসফটের এই সহ প্রতিষ্ঠাতা।তরল হাইড্রোজেন চালিত হওয়ায় এই প্রমোদ তরী যখন চলবে, তখন এটি থেকে ধোঁয়ার পরিবর্তে পানি নির্গত হবে।

প্রমোদ তরীতে চেপে ঘোরার অভ্যাস থাকলেও বিল গেটসের এতদিন নিজের কোনো জলযান ছিল না। তবে ৬৪৫ মিলিয়ন ডলারের এই বিলাসবহুল প্রমোদ তরীতে চড়েই এবার ভ্রমণ করবেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি গেটস।

৩৭০ ফুট লম্বা পাঁচতলা এই জল যানে ১৪ জন অতিথি সফর করতে পারবেন। নাবিক দলে থাকতে পারবেন ৩১ জন। এছাড়াও এতে থাকছে একটি জিম, স্টুডিও, বিউটি রুম, মাসাজ পার্লার ও পুল। এর আগে এই ধরনের তরল হাইড্রোজেনে চলা প্রমোদ তরী দেখা যায়নি।

এই প্রমোদ তরীতে হাইড্রোজেন জ্বালানী থেকে উৎপন্ন বিদ্যুৎ থেকে ব্যাটারি ও মোটর চালানো হবে। হাইড্রোজেন ও অক্সিজেনের সঠিক সমন্বয়ের মিশ্রণে এই কাজ সম্পন্ন হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password