এখন থেকে ভয় পাবেন না জোঁকএ ধরলে

এখন থেকে ভয় পাবেন না জোঁকএ ধরলে
MostPlay

জোঁকএ ধরলে এখন থেকে ভয় পাবেন না

একটি জোঁক ২ থেকে ১৫ মিলিলিটার রক্ত চুষতে পারে। সেই সঙ্গে মুখ থেকে এক ধরনের লালা মিশিয়ে দেয় রক্তে। যাতে হিরুডিন, ক্যালিক্রেইন, ক্যালিনের মতো কিছু উৎসেচক থাকে। যা রক্তের দুষ্টি দূর করতে সাহায্য করে।

জোঁক শরীরের পচনশীল অংশের দূষিত রক্ত দ্রুত চুষে নিয়ে নতুন রক্ত সঞ্চালনে সাহায্য করে৷ এমনকি, রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে রাখে। জোঁকের শরীর থেকে ডেস্টাবিলেস নামে এক ধরণের প্রোটিন প্রবেশ করে মানুষের দেহে। যা বহু জেদি জীবাণুকে মেরে ফেলে।

জয়েন্ট পেইনেও দারুণ কাজ করে জোঁক থেরাপি। ব্যথার জায়গায় কিছুক্ষণ জোঁক রাখলে রক্ত সরবরাহের উন্নতি হয়!

“মেঘ দেখে করিস না ভয় আড়ালে তার সূর্য হাসে”

“জোক দেখেও পাস না ভয় জোকের কামড়েও উপকার আছে”

মন্তব্যসমূহ (০)


Lost Password