প্রকাশিত হওয়া মাত্রই লেখাটি যতটা সম্ভব আপনার পরিচিত মহলে ছড়িয়ে দিন। কারণ আপনার উপার্জনের শুরু এখান থেকেই
প্রতিবেদনের বিষয়ঃ
প্রধান যে বিভাগগুলিতে আমরা লেখা খুঁজছি তা হলঃ
নিউজ, সমসাময়িক ঘটে যাওয়া ঘটনা, ফিচার, সাহিত্য (বাংলাদেশ এবং আন্তর্জাতিক,বিনোদন, ব্যবসা, খেলা, লাইফ, প্রযুক্তি) সংক্রান্ত যেকোন বিষয়ে আপনার লেখাটি উপযুক্ত তথ্যসূত্র এবং ছবি সংযুক্ত করে পোস্ট করতে পারবেন।
কিভাবে আয় করবেনঃ
- বিডি টাইপের সম্পাদক কর্তৃক নির্বাচিত হবার পর আপনার প্রতিবেদনটি যথাযথ ভাবে সম্পাদিত হয়ে প্রকাশিত হবে।
- রেজিস্ট্রেশন করার পর আপনার প্রোফাইলে সংযুক্ত ড্যাশবোর্ডের “News Section” সেকশন এ আপনি আপনার লেখার হালনাগাদ সব তথ্য ও অবস্থান জানতে পারবেন।
- আপনার প্রতিবেদনটি কি পরিমানে পঠিত হচ্ছে অথবা শেয়ার হচ্ছে সে সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনার ড্যাশবোর্ডে জমা হতে থাকবে। যেকোনো সময়ে বা স্থান থেকে আপনি এই তথ্য দেখতে পারেন।
- একজন স্বাধীন লেখক হিসেবে আপনার উপার্জনের চাকা সচল রাখতে লেখাটি প্রকাশ হবার দিন থেকেই আপনার সম্মানী আপনার একাউন্টে জমা হতে থাকবে।
- প্রকাশিত হবার পর অনির্ধারিত সময়ের জন্য আপনার লেখাটি যতবার পঠিত হবে তার উপর ভিত্তি করে আপনার একাউন্টে একটি নির্দিষ্ট পরিমানের অর্থ যোগ হতে থাকবে । এই অর্থের পরিমান নির্ধারণ হবে মূলত আপনার লেখাটির হিট কাউন্ট এবং সেটার CPM মূল্যের উপর।
- আপনার প্রতিটি লেখা পাবলিশ হবার পর অনির্ধারিত সময়ের জন্য আমাদের ওয়েবসাইট থেকে অর্থ উপার্জন করতে পারবেন।
- প্রতিটি লেখা থেকে উপার্জিত অর্থের পরিমান ৫০০ টাকা বা তার বেশি হলে সরাসরি আপনার বিকাশ অ্যাকাউন্টে বিকাশ অথবা রকেট ট্রান্সফার করতে পারবেন।
লেখা প্রকাশ হবার শর্তাবলীঃ
বিডি টাইপে লেখা পাঠাতে হলে আপনাকে নির্দিস্ট কিছু নিয়মাবলি মেনে চলতে হবে।
- বিডি টাইপে লেখক হিসেবে আপনার তৈরি প্রোফাইলটির সকল তথ্য যথাযথ ভাবে পূরণ করতে হবে। প্রোফাইলে আপনার ছবি,ইমেইল,ফোন নম্বর কিংবা অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো তথ্য প্রদান অসম্পূর্ণ থাকলে,আপনার লেখা সাইটে প্রকাশিত হতে বিলম্বিত হবে।
- প্রতিবেদন লিখুন আপনার পছন্দের যেকোনো বিষয়ে। প্রতিবেদনের বিষয়গুলো সম্পর্কে সংক্ষেপে লেখা আছে। এছাড়াও আমাদের পোর্টালের মেন্যুবারে উল্লেখিত ট্যাবগুলোর প্রতিটিতে চোখ বুলালেও এ সম্পর্কে ধারণা পেতে পারবেন।
- কপিরাইট সংক্রান্ত ঝামেলা এড়াতে এখানে শুধুমাত্র আপনার মৌলিক লেখাগুলোই পোস্ট করার অনুরোধ করা হল। তৃতীয় কোনো ব্যক্তির লেখা,অনুমতি ছাড়া কারো তোলা ছবি,ব্যক্তিগত কোন গবেষণাপত্র এখানে প্রকাশের উদ্দেশে পাঠানো যাবে না।
- সাইটে প্রকাশিত লেখাটির কোনো অংশ কপি করে, ব্যবহারকৃত ছবি ডাউনলোড করে তৃতীয় কোন ওয়েবসাইটে, কিংবা ব্যক্তিগত প্রচার প্রচারণায় ব্যবহার করা সম্পূর্ণ রূপে নিষিদ্ধ।
- একই বিষয়ে একাধিক আর্টিক্যাল না লিখে,প্রতিবার নিত্য নতুন বিষয় নিয়ে লেখা দিতে পারেন।
- আর্টিক্যালটি অনুবাদ হলে, মূল লিঙ্কটি তথ্যসূত্র হিসেবে উল্লেখ করতে হবে।
- আমাদের লক্ষ্য থাকবে পাঠককে মানস্মমত লেখার সঙ্গে পরিচয় ঘটাতে। সুতরাং আর্টিক্যালের ভাষা যথাযথ রূপে শুদ্ধ হতে হবে। দুর্বল ভাষাজ্ঞান কিংবা অতিরিক্ত বানান ভুল, লেখাটিকে অযোগ্য বলে বিবেচিত করতে পারে।
- লেখকের প্রোফাইলে তার নিজের মুখচ্ছবি থাকতে হবে।
- কোনো রকম উগ্র, নাশকতামূলক, যৌনবিকৃত কিংবা সন্ত্রাসবাদমূলক লেখা পাওয়া গেলে আপনার লেখক প্রোফাইলটি জব্দ করে নেওয়া হবে।
- বিডি টাইপ সাইটে প্রকাশিত প্রতিটি লেখার দায় লেখকের। লেখকের প্রকাশিত কোনো লেখায় কপিরাইট আইন কিংবা তৃতীয় কোন ব্যক্তির অধিকার লংঘিত হয় এমন কোন বিষয় পেলে,কর্তৃপক্ষ যে কোন সময় সেই লেখাটি সাইট থেকে সরিয়ে নিতে পারেন।
সম্পাদকীয় বিধিনিষেধঃ
এই সাইটের একজন সক্রিয় এবং মৌলিক ধারার লেখক হিসেবে যে সকল বিষয়গুলো আপনি এড়িয়ে চলবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ থাকবেন তা হল:
- কোন রকম উগ্র, নাশকতামূলক, যৌনবিকৃত, বর্ণবাদী কিংবা সন্ত্রাসবাদমূলক লেখা।
- বিডি টাইপ সাইট কিংবা সফটওয়্যার হ্যাক করার চেষ্টা করা।
- কোনো রকম ধ্বংসাত্মক ভাইরাস কিংবা কোড সাইটে প্রবেশ করানো।
- আর্টিক্যালের সঙ্গে সম্পর্কিত না এমন কোন লিঙ্ক সংযুক্ত করা।
- নিজের নাম এবং পরিচয় গোপন করে প্রোফাইল খোলা।
- কোনরকম আইনবিরোধী কাজে লিপ্ত হওয়া।
- লেখা কিংবা উক্তির মাধ্যমে অন্যকে উত্তক্ত করা,ব্যক্তিস্বার্থে আঘাত করে এমন কাজ করা।
- বাংলা ভাষা ছাড়া অন্য কোন ভাষায় আর্টিক্যাল পোস্ট করা।
- অন্য কোনো সাইটের কনটেন্ট চুরি করা,সরাসরি অনুবাদ করা,কিংবা কপি করা।
- উভয় পক্ষের কপিরাইট আইন লঙ্ঘিত হয় এমন কিছু করা।
- প্রতারণা, হ্যাকিং কিংবা এই সংক্রান্ত কোনো রকম অবৈধ কর্মকাণ্ড অবলম্বন করা।
- কোন আর্টিফিশিয়াল বা অটোমেটিক পন্থা অবলম্বন করে পেজের কিংবা লেখার ইম্প্রেসন বাড়ানো।
- আমাদের সম্পাদনা পরিষদ প্রতিনিয়ত চেষ্টা করে যাতে নির্ভুল, মৌলিক এবং গ্রহণযোগ্য বিষয়াদি প্রকাশিত হয়।
- তবে সার্বিক চর্চার উন্নয়নে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।
- যদি কোনো নকল লেখা দেখে থাকেন অথবা কোনো বিষয় আপনার কাছে অগ্রহণযোগ্য মনে হয়ে থাকে, অনুগ্রহ করে আমাদের কাছে বিস্তারিত লিখুন।