ডিজিটাল হাটে বাড়ছে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ

ডিজিটাল হাটে বাড়ছে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ
MostPlay

ডিজিটাল হাটের মতো অনলাইন প্ল্যাটফর্মে নারী ব্যাবসায় উদ্যোক্তাদের অংশগ্রহণ অনেক বেশি বাড়ছে বলে জানান ই-ক্যাবের জয়েন্ট সেক্রেটারি নাসিমা আক্তার নিশা।

২০২০ সালে পাইলট প্রকল্প হিসেবে ডিজিটাল হাটের সূচনা করা হয়েছিল। সে বছর বেশ ভালো সাড়া পাওয়ার কারণে এ বছরেও একই উদ্যোগ নেয়া হয়।

এ নিয়ে ই-ক্যাবের জয়েন্ট সেক্রেটারি নাসিমা আক্তার নিশা বলেন, পশু বিক্রি সহজ হয়ে যাওয়ার কারণে নারী উদ্যোক্তারাও এগিয়ে আসছে এই প্ল্যাটফর্মে।

তিনি বলেন, নারী উদ্যোক্তাদের ফোরাম থেকে একাধিক নারী উদ্যোক্তা ডিজিটাল হাট এর এই প্ল্যাটফর্মে অংশ নিয়েছেন।

এ পর্যন্ত ৫৬ জন নারী উদ্যোক্তা ডিজিটাল হাটে রেজিস্ট্রেশন করেছেন। এছাড়াও আলাদা করে বিভিন্ন গ্রুপের মাধ্যমেও পশু বিক্রি করছেন অনেক নারী ব্যাবসায় উদ্যোক্তা।

'এক ক্লিকে হাট থেকে হাতে' এই স্লোগান দিয়ে পুরুষদের পাশাপাশি নারী ব্যাবসায়ীরাও এগিয়ে যাচ্ছে বর্তমান ব্যাবসায় বাজারে।

মন্তব্যসমূহ (০)


Lost Password