সিলেটে চোরাই ওয়েল্ডিং মেশিন ও তামার তার উদ্ধারসহ তিন চোর গ্রেফতার

সিলেটে চোরাই ওয়েল্ডিং মেশিন ও তামার তার উদ্ধারসহ তিন চোর গ্রেফতার
MostPlay

অদ্য ১৬/০৬/২০২১খ্রিঃ তারিখ এয়ারপোর্ট থানা (এসএমপি) এর এসআই(নিঃ)/মোঃ নাজমুল আলম সঙ্গীয় ফোর্স সহ টহল ডিউটি করাকালে ০৫.৫৫ ঘটিকার সময় এয়ারপোর্ট থানাধীন কেওয়াছড়া চা-বাগান সংলগ্ন ব্রীজের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর হতে আসামী ১। আলামিন আহমেদ (২০), পিতা-আউয়াল মিয়া, সাং-কাশেমনগর, ডাকঘর-দক্ষিণবাগ, থানা-বড়লেখা, জেলা-মৌলভীবাজার, ২। কাউছার আহমেদ (১৯), পিতা-আব্দুল মান্নান, সাং-শিবপাশা, থানা-আজমেরীগঞ্জ, জেলা-হবিগঞ্জ, ৩। মোঃ আব্দুল আলী (৩১), পিতা-মৃত আজমল আলী, সাং-মাখরখলা, সাহেবের বাজার, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেটকে সিএনজি যোগে ০১টি ওয়েল্ডিং মেশিন ও তামার তারের টুকরা নিয়ে যাওয়ার সময় আটক করেন।

আটককৃত আসামীদের গভীর রাতে ওয়েল্ডিং মেশিন ও তামার তারের টুকরা কোথা হতে এনেছে জিজ্ঞাসাবাদ করলে তারা এয়ারপোর্ট থানাধীন ধোপাগুলস্থ তালুকদার স্টোন ক্রাশার এর অফিস কক্ষের দরজার ছিটকারী ভাঙ্গে অফিস কক্ষে প্রবেশ করে উক্ত মালামাল চুরি করে নিয়ে এসেছে মর্মে স্বীকার করে। তখন এসআই(নিঃ)/ মোঃ নাজমুল আলম উপস্থিত সাক্ষীদের সম্মুখে উক্ত মালামাল জব্দ করতঃ ধৃত আসামীদের ও জব্দকৃত মালামাল সহ হেফাজতে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে উক্ত তালুকদার স্টোন ক্রাশারের নৈশ প্রহরী হিসাবে দায়িত্বে থাকা শামীম আহমদ (৩২), পিতা-আউয়াল মিয়া, সাং-ধোপাগুল, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট উদ্ধারকৃত মালামাল তালুকদার স্টোন ক্রাশারের বলে সনাক্ত করেন।

পরবর্তীতে তিনি আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করলে এয়ারপোর্ট থানার মামলা নং-২১, তাং-১৬/০৭/২০২১খ্রিঃ, ধারা-৪৫৭/৩৮০/৪১১ পেনাল কোড রুজু হয়। মামলা তদন্ত অব্যাহত আছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password