নওগাঁয় বৈদ্যুতিক শক সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ১৫ লাখ টাকার ক্ষতি

নওগাঁয় বৈদ্যুতিক শক সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ১৫ লাখ টাকার ক্ষতি
MostPlay

নওগাঁ সদরে কসমেটিকের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুলাই) শহরের চুড়িপট্টি এলাকার চাঁদনীচক মার্কেটের সাজঘর নামের একটি দোকানের গোডাউনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ চাঁদনীচক মার্কেটের পঞ্চম তলায় সাজ ঘরের গোডাউনে আগুন দেখা যায়। আশপাশের দোকানিরা খবর দিলে ফায়ার সার্ভিসে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ড অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন দোকান মালিক। দোকান মালিক শামীম বাহাদুর বলেন, গোডাউনে বিভিন্ন মূল্যবান কসমেটিক, গিফট ও বিবাহের শেরওয়ানীসহ জন্য যাবতীয় সামগ্রী রাখা ছিল। সকালেও সবকিছু ঠিকঠাক ছিল। গোডাউনে আগুন লেগে পুরো মালামাল পুড়ে গেছে।

নওগাঁ ফায়ার সার্ভিসের উপ পরিচালক একেএম মোরশেদ বলেন, ‘বৈদ্যুতিক শক সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।’

মন্তব্যসমূহ (০)


Lost Password