গাজীপুরে ভুমিকম্প আতঙ্কে নেমে আসলো পোশাকশ্রমিকরা

গাজীপুরে ভুমিকম্প আতঙ্কে নেমে আসলো পোশাকশ্রমিকরা
MostPlay

গাজীপুরে সকাল ৮.৩০ মিনিটের দিকে মৃদু ভুমিকম্প অনুভূত হয়েছে। এ সময় ভুমিকম্পের আতঙ্কে গাজীপুরের বোর্ডবাজার কেন্দ্রিক কয়েকটি তৈরী পোশাক কারখানার শ্রমিকেরা বাহিরে নেমে আসেন।  ভুমিকম্পের কারনে আতঙ্ক সৃষ্টি হলেও কারও কোন ক্ষয়ক্ষতি হয়নি।  পোশাক কারখানার একজন শ্রমিক জানান, আমি হঠাৎকরে দেখি আমার মেশিনের সাথে লাগানো ভারি কাগজের বোর্ডটি নড়াচড়া করছে।

পরে উপরে তাকিয়ে দেখি আমার মাথার উপরের সিলিংফ্যানটি এলোপাতাড়ি নড়াচড়া করছে। পরে বুঝতে পারি যে ভুমিকম্প হচ্ছে। আর তখনই সতর্কতা অ্যালার্ম বেজে উঠতেই আমরা সকলে বাহিরে অ্যাসেম্বলি পয়েন্টে এসে জমায়েত হই। পরিস্থিতি কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হয়ে যায়।  পরে শ্রমিকরা পুনরায় নিজ কর্মস্থলে যোগদান করে বলে জানা গেছে।                   

মন্তব্যসমূহ (০)


Lost Password